এককথায় অনবধ্য এই ৩ হিল স্টেশন, এখানকার সৌন্দর্য্য আপনাকে করবে মুগ্ধ! ঘুরে আসুন

বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করলেও, অনেক পর্যটক এমন আছেন যারা শীতকালেই ঠান্ডার জায়গায় ঘুরতে বেশি পছন্দ করেন। কারণ, বছরের অন্যান্য সময় কমবেশি হলেও, শীতকালেই ঠান্ডার জায়গায় সবথেকে বেশি তুষারপাত হতে দেখা যায়। আর সামনে থেকে তুষারপাত দেখার আনন্দই অন্যরকম।

এছাড়াও আপনি বছরের যেকোন সময়ে হিল স্টেশনে (hill station) ভ্রমণ করতেই পারেন। আর হিল স্টেশনে ভ্রমণ করলে, এক অন্যরকম অনুভূতি জাগে পর্যটকদের মনে। একদিকে যেমন অন শান্ত হয়ে যায়, তেমনই অন্যদিকে পাহাড়, জলপ্রপাত, নদী ও উপত্যকা দেখে মুগ্ধ হয়ে যান পর্যটকরা। জেনে নিন এমনই কিছু পাহাড়, জলপ্রপাত, নদী ও উপত্যকা ঘেরা হিল স্টেশন সম্পর্কে, যেখানে ভ্রমণের ইচ্ছা আপনার এখনই জেগে উঠবে।

img 20230201 141944

কল্পা (Kalpa)- অত্যন্ত শান্ত এবং শান্তিপূর্ণ জায়গা হল কল্পা। হিমাচল প্রদেশের এই স্থানটি বেশ ভিড়, ঝঞ্ঝাটহীন এলাকা। কিন্নরদের অন্যতম বড় এই গ্রামে আপনি চারিদিকে সবুজের সমারোহ দেখতে পাবেন। হিমাচলের একটি ছোট এবং জনপ্রিয় এই হিল স্টেশন থেকে প্রায় ১১ কিমি দূরে দেবী চণ্ডিকার মন্দিরে আপনি দর্শনের জন্য যেতে পারবেন।

img 20230201 141913

আউলি (Auli)- উত্তরাখণ্ডের এই হিল স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3,056 মিটার উচ্চতায় অবস্থিত। বদ্রীনাথের পথে অবস্থিত এই হিল স্টেশনটির তুষারপাতে ঢাকা সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করবে। এখানের সাদা তুষারাবৃত পাহড় চূড়া আপনার মনকে একদম শান্ত করে দেবে।

img 20230201 141913

চেইল (Chail)- হিমাচল প্রদেশের চেইলের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2250 মিটার উচ্চতায় অবস্থিত এই হিল স্টেশনটির চণ্ডীগড় থেকে দূরত্ব প্রায় 110 কিলোমিটার। একটি সুন্দর পাহাড়ের উপর অবস্থিত এই হিল স্টেশনটির সৌন্দর্যের প্রশংসা না করে থাকতে পারবেন না আপনি। এখানের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পাশাপাশি তুষারপাতও উপভোগ করতে পারবেন আপনি।