Bisleri এর সাথে পার্টনারশিপে আজই শুরু করুন এই ব্যবসা, মাস গেলে আয় হবে মোটা টাকা

আজকাল বেশিরভাগ মানুষ চাকরির থেকে বেশি ব্যবসার (Business) প্রতি আগ্রহ দেখাচ্ছে। এমনকি এখন এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে মানুষ তার মোটা টাকা মাইনের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করা শুরু করছে ও সফলও হচ্ছে। কিন্তু অনেক সময় মানুষ ব্যবসা করার ভাবনা থেকে পিছিয়ে আসে কারণ ব্যবসা করতে গেলে অনেক মোটা অংকের মূলধনের প্রয়োজন হয় যা সবার পক্ষে যোগান দেওয়া সম্ভব হয় না।

কিন্তু আপনি যদি এমন ব্যবসার সন্ধান করছেন যেখানে কম মূলধন বিনিয়োগ করে বেশি উপার্জন করা যায় তাহলে আমাদের কাছে রয়েছে একটি দুর্দান্ত বিজনেস আইডিয়া (Business idea)। তবে আসুন এই ব্যবসার বিষয় বিস্তারিত জেনেনি।

Bisleri

 

আমরা আজ যেই বিজনেস আইডিয়ার বিষয় আলোচনা করতে চলেছি সেটা হলো bisleri কোম্পানির এজেন্সির (Bisleri company agency business) । Bisleri একটি নামি ও ভরসা যোগ্য প্যাকেজড জল বিক্রেতা। Bisleri কোম্পানির ডিলারশিপ নেওয়া খুব সহজ। তবে ডিলারশিপ নেওয়ার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যেকোন ব্যবসা শুরু করার আগে মার্কেট রিসার্চ করে নিতে হবে যে ব্যবসাটি করতে যাচ্ছেন সেটি বাজারে দরকার আছে কি না? আর বাজার গবেষণার পরে আপনি আপনার পণ্য সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পাবেন।

এরপরে আপনি হোলসেল করতে চান নাকি রিটেলার হতে চান আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। আর তারপর ডিস্ট্রিবিউটরশিপের জন্য এপ্লাই করুন। বাজার গবেষণার পরে আপনি আপনার পণ্য সম্পর্কে ভালো তথ্য পাবেন। তবে জেনে রাখা ভালো যে Bisleri ডিলারশিপ নেওয়ার জন্য আপনার যথেষ্ট জায়গা থাকা উচিত। অর্থাৎ আপনার একটি গুদাম থাকতে হবে বোতল রাখার জন্য। অর্থাৎ মোট আপনার প্রায় ৩০০০ বর্গফুট জায়গা থাকা উচিত।