বিদেশে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি এই কোম্পানিতে চাকরী করেন সানা, নিজের খরচ নিজেই চালান সৌরভ তনয়া

বাঙালিদের কাছে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) যেন নিজের ঘরের সন্তান। তাঁর আনন্দে সামিল হয় সকল বাঙালিই। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হলেও, আজও তিনি মহারাজ, সকলের দাদা। সৌরভকে নিয়ে উদ্দীপনার মাঝেই এখন সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন সৌরভ কন্যা সানা গাঙ্গুলি (Sana Ganguly)। যে কিনা বিদেশ থেকে পড়াশুনার মাঝেই নিজের খেয়ালও রাখছেন তিনি নিজেই। কিছুদিন আগেই পরীক্ষার জন্য তাঁর বাবা মা অর্থাৎ সৌরভ এবং ডোনাকে সেখানে যেতে মানাও করেছিলেন সানা।

img 20230412 135347

এই মুহুর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সৌরভ কন্যা সানা। সেখানে শুধুমাত্র পড়াশুনাই নয়, UK.indeed.com নামক এক ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, সেখানে এক নামি সংস্থায় ইন্টার্নশিপ করে বছরে প্রায় ৩০ লক্ষ উপার্জন করেন সানা। জানা যায়, সানার বয়সে দাঁড়িয়ে তাঁর বাবা সৌরভও নাকি এত অর্থ উপার্জন করতে পারেননি।

img 20230412 135422

জানিয়ে রাখি, কলকাতার লরেটো হাউস স্কুল থেকে পড়াশুনা শেষ করে উচ্চশিক্ষার জন্য এই মুহুর্তে লন্ডনে রয়েছেন সানা গাঙ্গুলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আবার Enactus UCL নামক এক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন সানা। এছাড়াও ‘এইচএসবিসি’, ‘কেপিএমজি’, ‘গোল্ডম্যান স্যাক্স’ সহ একাধিক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগও পাচ্ছেন তিনি।

img 20230412 135402

এবার জানাই, রিপোর্ট বলছে, এই সময়ে দাঁড়িয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিন বছরের কোন কোর্স সম্পূর্ণ করতে খরচ পড়ে প্রায় ১ কোটি ৬ লক্ষ ৮০ হাজার টাকা। এখানেই শেষ নয়, এছাড়াও রয়েছে টিউশন ফি, হোস্টেল খরচ এবং খাওয়া-দাওয়ার খরচ। যা সব মিলিয়ে পড়ে যায় প্রায় দেড় কোটি টাকারও বেশি।