প্রথম স্বামী মারা যাওয়ায় বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ে, সেই সম্পর্কও না টেকায় আবারও বিটাউনে ফিরলেন বিদ্যা

বলিউডের দুনিয়ায় একের পর এক অভিনেত্রী এসেছিলেন। কেউ কেউ নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেয়ে টিকে গিয়েছেন এই গ্ল্যামার দুনিয়ায়, আবার কেউ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গিয়েছেন হারিয়ে। সেরকমই একজন অভিনেত্রী হলেন বিদ্যা সিনহা (Vidya Sinha)।

বিটাউনের এই অভিনেত্রী একজন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি আবার একজন নামী মডেলও। ‘রাজ কাকা’ চলচ্চিত্রের হাত ধরে বলিউডে প্রবেশ করার পর থেকে ‘রজনীগন্ধা’, ‘পতি পত্নী অওর ও’, ‘ছোটি সি বাত’, ‘ইনকার’র মত একাধিক চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

img 20230412 134854

অমল পালেকর থেকে শুরু করে বিনোদ খান্নার সঙ্গে অভিনয় করে পর্দা কাঁপিয়েছেন এই অভিনেত্রী। তবে অনেকেই হয়ত জানেন না, এই অভিনেত্রীর দাদু ছিলেন বিখ্যাত পরিচালক মোহন সিংহ এবং তাঁর বাবা ছিলেন একজন সহকারী পরিচালক।

এবার জানাই ১৯৪৭ সালের ১৫ ই নভেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী। এরপর ১৮ বছর বয়সে মডেলিং করতে করতে বিনোদন দুনিয়ায় পা রাখেন তিনি। এইভাবে কেরিয়ারে মধ্যগগনে ১৯৬৮ সালে ভেঙ্কটেশ্বর আইয়ারকে বিয়ে করলেও, তাঁদের সংসার খুব বেশিদিন টেকেনি।

img 20230412 134842

বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তবে সেই সময় তাঁর কাছে ছিলেন একমাত্র দত্তক নেওয়া কন্যা। স্বামীর মৃত্যুর পর সিডনিতে গিয়ে বিদেশি চিকিৎসক ভীমরাও সালুনকে-র সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ায় বেশি দেরী না করে ২০০১ সালে মন্দিরে গিয়ে বিয়ে করেন। কিন্তু তাঁর এই স্বামী সুখও হল না। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক হয়রানির অভিযোগ এনে ডিভোর্স করেন এই অভিনেত্রী। তারপর আর কোন সম্পর্কে না জড়ালে মেয়ের অনুরোধে আবারও ফিরে আসেন লাইমলাইটে।