আবারো বাংলা বাঙালির জয়জয়কার! সর্বভারতীয় IIT পরীক্ষায় প্রথম হয়ে বাংলার নাম উজ্জ্বল করল নৈহাটির রূপাঞ্জন

বাংলা বাঙালির জয়জয়কার! সর্বভারতীয় IIT পরীক্ষায় প্রথম হয়ে বাংলার নাম উজ্জ্বল করল

বাংলার মুখ উজ্জ্বল করলো নৈহাটির এক ছাত্র। আবারও সর্বভারতীয় পরীক্ষায় দারুণ সাফল্য অর্জন করলো বাংলার এই ছাত্র। ফলাফল চোখ ধাঁধানো। ২৯১২ জনের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এই ছাত্র। ছাত্রের নাম রূপাঞ্জন মুখোপাধ্যায় (IIT JAM 2023 Topper Rupanjan Mukhopadhyay)। ৫৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করলেন তিনি। চলুন আরো বিস্তারিত তথ্য প্রতিবেদন থেকে জেনে নিন।

IIT

আইআইটি গুয়াহাটির ইনস্টিটিউটের অধীনে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট মাস্টার্স (JAM) ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকসে শীর্ষস্থান অধিকার করলো বাংলার ছেলে রূপাঞ্জন। ২৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে তার স্থান প্রথম। নৈহাটি সহ গোটা বাংলার গর্ব রূপাঞ্জন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (Narendrapur Ramkrishna Mission) থেকে পড়াশোনা সম্পন্ন করে এই পরীক্ষায় বসে রূপাঞ্জন।

রূপাঞ্জনের বাড়ি নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা পেশায় গৃহ শিক্ষক। বাণিজ্য বিভাগের শিক্ষকতা করেন তিনি। বহু দিন ধরেই অনেক ছাত্রকেই তিনি শিক্ষা দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। রূপাঞ্জনও পড়াশোনায় বরাবরই ভালো ছিল। তবে সর্বভারতীয় পরীক্ষায় যে ছেলে প্রথম হবে একথা ভাবতেই পারেননি তাঁরা। এতে রূপাঞ্জনের বাবা মা দুজনেই খুব খুশি।

IIT student

জেএএম পরীক্ষার জন্য ধার্য ছিল ১০০ নম্বর। এর মধ্যে রূপাঞ্জনের প্রাপ্ত নম্বর ৫৯। এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রূপাঞ্জন জানান যে, “আমার বাবা-মা এবং শিক্ষকরা পাশে থেকেছেন সবসময়। আইআইটি জেএএম প্রস্তুতি শুরু করার পর দিনে প্রায় তিন ঘণ্টা থেকে চার ঘণ্টা পড়াশোনা করতাম। পরীক্ষার সময় তা আরও একটু বেড়েছিল।” প্রসঙ্গত, পড়াশোনার জন্য তিনি সোশ্যাল মিডিয়াতো দূরের কথা ফোন কম ব্যাবহার করতেন। যা আজকাল কার ছাত্রদের মধ্যে খুব একটা দেখা যায় না।