কোটি কোটি টাকার মালিক হয়েও নেই বিন্দুমাত্র অহংকার, আজও এসির হাওয়া নয় পাখার হাওয়াই পছন্দ করেন গায়ক অরিজিৎ সিং

কোটি কোটি টাকার মালিক হয়েও নেই বিন্দুমাত্র অহংকার

মাত্র ১৮ বছর বয়সে মুম্বাইয়ের এক গানের রিয়ালিটি শো তে অংশ নেন অরিজিৎ সিং (Arijit Singh)। তবে সেই শো-এ বিজয়ী না হয়ে, মাঝ পথেই বাদ পড়তে হয়েছিল তাকে। এরপর কেটে গিয়েছে বহু বছর। বর্তমানে অরিজিৎ সিং ভারত তথা বিশ্বের একজন অন্যতম জনপ্রিয় শিল্পী। তবে যত বড় শিল্পী তত বড় মনের মানুষ অরিজিৎ। তাঁর জীবন যাপন খুবই সাদামাটা। আজও অরিজিৎ এসি ছাড়াই পাখার হওয়াতে ঘোমান। চলুন মানুষ অরিজিৎ সম্পর্কে আরো অজানা তথ্য জেনে নিন।

অরিজিৎ সিং সঙ্গীতজগতের এক মহাতারকা। তাঁর কয়েক কোটি ভক্ত সংখ্যা। তবে তিনি খুবই মাটির মানুষ। এত বড় তারকা হয়েও তাঁর পা সর্বদা মাটিতে থাকে। সম্প্রতি আইপিএল (IPL 2023)-এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছে অরিজিৎ। এই অনুষ্ঠানে তিনি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যা অরিজিৎ প্রেমীদের আরো মুগ্ধ করে তুলেছেন।

এক একটি শো থেকে তিনি কয়েক কোটি টাকা উপার্জন করে থাকেন। তবে তাঁর জীবন যাপন বিলাসবহুলের পরিবর্তে সাদামাটা। আজও তিনি মুম্বাইয়ের ফ্লাট বাড়ি ছেড়ে জিয়াগঞ্জের গ্রামের বাড়িতে থাকেন। তাঁকে মাঝে মধ্যেই জিয়াগঞ্জের রাস্তায় স্কুটি চড়তে দেখা যায়। অরিজিতের এমন জীবন যাপন ভক্তদের আরো অরিজিৎ প্রেমী করে তোলে।

Arijit Singh

প্রসঙ্গত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Sreejata Bandopadhyay) একবার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে, অরিজিতের জীবন যাপন আর পাঁচটা মধ্যবিত্ত বাঙালির মতোই। তিনি এও জানান একবার অরিজিৎ সিং তাঁর বাড়িতে আসে। সে সময় তিনি এসি চালাতে গেলে অরিজিৎ তাঁকে বাধা দেয়। অরিজিৎ বলেন, “অরিজিৎ সঙ্গে সঙ্গে বলে উঠল, এসি অফ করে ফ্যান চালাও। এসি চালালে কত খরচ হবে জান?’’ অরিজিতের এই সারল্য সকলকে তাই মুগ্ধ করে।