দাদা মালিক ৩৫০০ কোটি টাকার, ভাইয়ের কাছে নেই একটা মোবাইলও! রইল রতন টাটার ভাই জিমি টাটার কাহিনী

দৈনন্দিন জীবনের রান্নাঘরের জিনিস থেকে শুরু করে বিমান পরিষেবা, সবকিছুর সঙ্গেই যুক্ত রয়েছে টাটা কোম্পানি। বর্তমান সময়ে গোটা টাটা কোম্পানিতে প্রায় ৪ লক্ষ কর্মী কাজ করছেন। সামাজিক কাজ থেকে শুরু করে ভদ্র ব্যবহার, সবকিছুর জন্যই জনসাধারণের মধ্যে এক বিশেষ স্থান দখল করেছেন বিশিষ্ট শিল্পপতি রতন টাটা (ratan tata)।

ব্যবসায়ীদের আদর্শ স্বরূপ এই রতন টাটার কিন্তু একজন ছোট ভাইও রয়েছেন, জিমি টাটা (jimmy tata)। তবে তাঁর সম্পর্কে অনেকেই অবগত নন। খুব কম সংখ্যক মানুষই রতন টাটার পরিবারের বিষয়ে জানেন।

img 20230113 202556

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে ভাইয়ের সঙ্গে শৈশবের একটি ছবি শেয়ার করেছেন রতন টাটা। যেখানে তাঁকে এবং তাঁর ভাই জিমি টাটাকে দেখা গিয়েছে। সেইসঙ্গে ১৯৪৫ সালের এই ছবিতে তাঁদের সঙ্গে তাঁদের একটি পোষ্য কুকুরও ছিল। সাদা কালো ছবিটা শেয়ার করার সঙ্গে সঙ্গে রতন টাটা ক্যাপশনে লেখেন, ‘সেই দিনগুলো বেশ ভালো ছিল, যখন আমাদের মধ্যে কিছুই ছিল না’।

রিপোর্ট বলছে, রতন টাটা দেশের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেও, তাঁর ভাই জিমি টাটা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছেন। খুবই সাধারণ ভাবে জীবন কাটান রতন টাটার ভাই। এমনকি তাঁর আশেপাশের লোকেরা জানেনও না যে তিনি রতন টাটার ভাই।

img 20230113 202926

মুম্বাইয়ের কোলাবায় একটি ২ বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকেন জিমি টাটা। কোন দেখনদারি ছাড়াই খুবই সাধারণভাবে থাকেন তিনি। এমনকি তাঁর বাড়িতে কোন টিভি, মোবাইল কিছুই নেই। তাঁরা শুধুমাত্র সংবাদপত্ররে সাহায্যে দেশ বিদেশের খবর রাখেন। তবে এখনও তাঁরই মত আইবুড়োই রয়ে গেছেন রতন টাটার এই ভাই। জানিয়ে রাখ, টাটা ট্রাস্টের একজন সদস্য হলেন এই জমি টাটা। পূর্বেই তাঁদের বাবা নোভাল টাটা তাঁকে এই পদ দিয়ে গিয়েছেন।