নতুন দলে যোগ দিয়েই রাজার হালে রোনাল্ডো! বিদেশী খাবার থেকে একান্তে নৈশ্যভোজ, থাকছেন সেরা রুমেও

সদ্যই ইউরোপ ছেড়ে সৌদিতে যুক্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এখনও ক্লাবের হয়ে মাঠে না নামলেও, সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়ে বেশ রাজার হালেই রয়েছেন এই খেলোয়াড়। পুরোন দল ছেড়ে আসার জন্য বিন্দুমাত্র দুঃখ না করেই, নতুন দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এই পর্তুগিজ তারকা।

জানা গিয়েছে, সৌদি আরবে এখনও পাকাপাকি কোন ঠিকানা হয়নি রোনাল্ডোর। তবে সেখানে বর্তমানে তিনি যে জায়গায় রয়েছেন, তা দেখে যে কারো চোখ ধাধিয়ে যাবে। দেশের অন্যতম সেরা বিলাসবহুল হোটেল ‘ফোর সিজনস’ হোটেলের কিংডম টাওয়ারে রয়েছেন এই খেলোয়াড়। রিয়াধেতে রোনাল্ডো ছাড়াও তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং নিরাপত্তারক্ষীদের জন্যে রয়েছে আরও ১৬ টি ঘর বরাদ্দ করা আছে। সেইসঙ্গে হোটেলে রয়েছে  টেনিস কোর্ট, শরীর মেসেজ করার ব্যবস্থা, স্পা, সনা এবং স্টিম রুমও।

img 20230113 181317

রোনাল্ডোর জন্য তিন হাজার ফুটের একটি ঘর মাত্র এক আমসের জন্য ভাড়ায় নেওয়া হয়েছে। আর তাঁর ঘরের পাশেই রয়েছে ব্যক্তিগত অফিস, ডাইনিং রুম এবং মিডিয়া রুমও। তবে এই স্যুটের দাম সঠিকভাবে জানা না গেলেও, পাশে থাকা ‘প্রেসিডেন্সিয়াল স্যুট’র দৈনিক ভাড়া প্রায় তিন লক্ষ ৩০ হাজার টাকার কাছাকাছি। জানিয়ে রাখি, এখানে এক মাস থাকার পর রোনাল্ডকে বিল মেটাতে হবে প্রায় আড়াই কোটি টাকার।

সৌদি আরবের অন্যতম সেরা উঁচু বাড়ি রিয়াধ শহরের এই হোটেলের খাবারে থাকছে বিশেষ বিশেষ চমক। চিন, জাপান, মধ্যপ্রাচ্য, এমনকী চাইলে ভারতের খাবার থাকছে সেখানে। আবার হোটেলের সেরা রাঁধুনিরা হাতে রোনাল্ডোর ফিটনেসের দিকে লক্ষ্য রেখে সামুদ্রিক মাছ, বিফ কাটলেট, ভেড়া এবং মুরগির মাংসের নানা পদও থাকছে। তবে তারকা চাইলে স্কাই ব্রিজে, যা কিংডম টাওয়ারের সবচেয়ে উপরে ৯৯ তলায়, সেখানে পরিবারের সঙ্গে আলাদা করে কিংবা স্ত্রীর সঙ্গেও আলাদা করে ডিনার করতে পারেন।

img 20230113 181251

জানা গিয়েছে, এখানের জাপানি রেস্তোরাঁয় খেতে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। আর সেখানে গিয়ে, কর্মীদের সঙ্গে সেলফি তুলতেও তাঁকে দেখা গিয়েছিল। তবে শোনা যাচ্ছে, আল মহম্মদিয়া, যেখানে বিশ্বের সেরা রেস্তোরাঁগুলি রয়েছে কিংবা আল নাখিল, যেখানে আন্তর্জাতিক মানের সমস্ত স্কুল রয়েছে, এসব জায়গায় কিংবা কোন বাংলো বাড়িতেও থাকতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।