ট্রেনের কোচে লেখা ৫ ডিজিটের নম্বর দেখেছেন? কি অর্থ এটির!

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসাবে গণয় করা হয় ভারতীয় রেলকে (indian railway)। এই মাধ্যম দিয়ে প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন মানুষ যাতায়াত করে। ট্রেনে ভ্রমণের সময় হয়ত নিশ্চয়ই আপনার চোখের পড়েছে, ট্রেনের গায়ে কিছু সংখ্যা লেখা রয়েছে। দেখলেও অনেক সময় তা গুরুত্ব না দিয়েই চলে গিয়েছেন।

আবার ট্রেন এবং স্টেশনগুলোতেও অনেক ধরণের চিহ্ন দেখেছেন তবে সেগুলিতে কখনও গুরুত্ব দেননি। ট্রেন্র গায়ে লেখা এই ৫ সংখ্যার অর্থ কি জানেন? না জানা থাকলে জেনে নিন বিস্তারিত।

img 20230427 180119

ট্রেনের বগির গায়ে লেখা ৫ অংকের মধ্যে প্রথম ২ টি সংখ্যার অর্থ হল, ট্রেনটি কবে তৈরি হয়েছে, তা জানা যায়। আর বাকি ৩ টি সংখ্যা থেকে জানা যায়, সেই কোচটি কোন শ্রেণীর মধ্যে পড়ছে। অর্থাৎ ট্রেনের কচের বাইরে লেখা সংখ্যার সাহায্যেই আপনি জানতে পারবেন ট্রেনটি কবে তৈরি হয়েছে এবং এটি কোন শ্রেণীর অন্তর্গত।

যদি কোন ট্রেনেরে বগির গায়ে লেখা থাকে 98397, তার অর্থ বুঝতে হবে ট্রেনটি ১৯৯৮ সালে তৈরি করা। কারণ, সূত্রানুযায়ী। এই নাম্বারের প্রথম দুটি ৯৮। তাই ট্রেনটি ৯৮ সালে তৈরি হয়েছে। আবার যদি, 05497 লেখা থাকে, তাহলে বুঝতে হবে ট্রেনটি ২০০৫ সালে তৈরি হয়েছে।

img 20230427 180058

এখানেই শেষ নয়, শেষের তিনটি অংকের মধ্যে রয়েছে ৩৯৭, অর্থাৎ কোচটি স্লিপার ক্লাসের। 05497 এর 497 ডিজিট দেখায় যে এটি সাধারণ কোচ। আসল বিষয় হল, আসলে, রেলওয়েতে সুবিধার ভিত্তিতে তাদের ক্রমিক নম্বর বরাদ্দ করা হয়। এর মধ্যে, এসি প্রথম শ্রেণীর ক্রমিক নম্বর 001-025 পর্যন্ত রয়েছে। এরপর সুবিধার সংখ্যা কমলে তাদের ক্রমিক সংখ্যা বাড়তে থাকে।

জানিয়ে রাখি,

001-025 : এসি ফার্স্ট ক্লাস।

026-050 : কম্পোজিট 1AC + AC-2T 051-100 : AC-2T 101-150 : AC-3T 151-200 : CC (AC চেয়ার কার)

201-400 : SL (2য় শ্রেণীর স্লিপার)

401-600 : জিএস (সাধারণ ২য় শ্রেণী)

601-700 : 2S (দ্বিতীয় শ্রেণির সিটিং/জন শতাব্দী চেয়ার ক্লাস)

701-800 : সিটিং কাম লাগেজ রেক 801 + : প্যান্ট্রি কার, জেনারেটর বা মেইল