জনপ্রিয়তার দিক থেকে হিরো অপেক্ষা ভিলেন এগিয়ে! রইল এমনই ৫ জন খলনায়ককের বর্ণনা

আজ অবধি পৃথিবীতে চলচ্চিত্র থেকে শুরু করে, নাটক, ধারাবাহিক, যাই হয়েছে, সবকিছুতেই একজন করে নায়ক থাকতে দেখা গিয়েছে। একদিকে একজন করে নায়ক যেমন রয়েছে, তেমনই কমপক্ষে একজন করে খলনায়কও দেখা গিয়েছে। খলনায়ক যতই খারাপ অভিনয় করুক না কেন, তাঁকে ছাড়া যেন গল্প অসম্পূর্ণ।

আবার অনেক সময় এমনও দেখা গিয়েছে, নায়ক অপেক্ষা খলনায়ক বেশি প্রশংসা পেয়েছে দর্শকদের থেকে। এমনকি খলনায়কের নামেও চলচ্চিত্র হতেও দেখা গিয়েছে। এবার দেখে নিন, এমন কয়েকজন খলনায়ক, যারা নিজেদের অভিনয়ের মধ্যে দিয়ে জিতে নিয়েছেন দর্শকদের মন।

img 20230427 175254

আমজাদ খান (Amjad Khan)- বলিউডের দুনিয়ায় এখনও অবধি সর্বকালের সেরা খলনায়কের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন আমজাদ খান। ‘শোলে’ চলচ্চিত্রে তাঁর দুর্দান্ত অভিনয়ের পর, তাঁর নাম শুনলে সেই চিত্রই বারবার মাথায় আসে।

img 20230427 175318

অমরেশ পুরি (Amrish Puri)- বেশিরভাগ চলচ্চিত্রেই তাঁকে কখনও খলনায়ক, কখনও আবার নায়কার রাগি বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁর অভিনয়ের সামনে অনেক সময় হার মেনে যেতেন চলচ্চিত্রের নায়কও। ভিলেনের চরিত্রে অভিনয় করেও, আজকের দিনে এই অভিনেতা সকলের হৃদয়ে স্থান পেয়েছেন।

img 20230427 175341

ড্যানি ডেনজংপা (Danny Denzongpa)- বলিউডের অন্যতম ভয়ঙ্কর খলনায়কদের মধ্যে অন্যতম হলেন ড্যানি ডেনজংপা। তাঁর বলিষ্ঠ অভিনয় মন কেড়েছে দর্শকদের।

img 20230427 175358

শক্তি কাপুর (Shakti Kapoor)- ভিলেনের চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ‘খেল খিলাড়ি’ চলচ্চিত্রের হাত ধরে বলিউডে পা রেখেছিলেনে ই বলি অভিনেতা। তবে পরবর্তীতে কমেডিয়ান চরিত্রে বেশি অভিনয় করতে তাঁকে দেখা গিয়েছে।

img 20230427 175414

গুলশান গ্রোভার (Gulshan Grover)- হিন্দি বিনোদন সুনিয়ায় ‘ব্যাডম্যান’ পরিচিতি পেয়েছেন এই বলি অভিনেতা। ১৯৮০ সালে চলচ্চিত্র জীবনে পদার্পণ করে জার্মান, হলিউড, ব্রিটিশ ও নেপালি চলচ্চিত্রেও তাঁকে কাজ করতে দেখা গিয়েছে।