গাড়ি-বাইক কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে সরকার, মিলবে ২.৫ লাখ টাকার বাম্পার ছাড়

আজকাল পেট্রোল-ডিজেলের (Petrol Disel) দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ফলে ভারতের মানুষের মধ্যে ইলেকট্রিক যানবাহন (electric vehicle) ব্যবহার করার ক্রেজ বৃদ্ধি পেতে দেখা দিচ্ছে। যার ফলে পেট্রোল-ডিজেল দ্বারা চালিত গাড়ির চাহিদাও একটু একটু কমতে দেখা দিচ্ছে। এই কারণে বড় বড় অটো মোবাইল কোম্পানি গুলিও ইলেকট্রিক যানবাহন (electric vehicle) তৈরির দিকে মন দিয়েছে যাতে মানুষ পেট্রোল-ডিজেলের বাড়ন্ত দামের থেকে মুক্তি পায়। সরকারও কোম্পানি গুলিকে উৎসাহিত করছে ইলকেকট্রিক গাড়ি তৈরির জন্যে (Government started fame India scheme 2 because government want people buy more electric vehicles )।

Fame 2

ইলেকট্রিক গাড়িতে পরিবেশ দূষণ জ্বালানি চালিত গাড়ির তুলনায় যেমন কম হয় তেমনই এই গাড়িগুলি মানুষদের প্রথাগত ধারণা থেকে বেরোতে সাহায্য করে। ভবিষ্যতে অটোমোবাইল শিল্পে একটি বড় অংশ দখল করতে চলেছে এই ইলেকট্রিক গাড়ি বলে মত বিশেষজ্ঞদের। তাই সরকার FAME II প্রকল্প চালু করেছে। সরকারের তরফে এই প্রকল্পের অধীনে 2.5 লাখ টাকা ভর্তুকির প্রস্তাব দেওয়া হয়েছে। এই টাকা বরাদ্দ করা হবে ইলেকট্রিক টু হুইলার, থ্রি হুইলার এবং ফোর হুইলারের জন্য। ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফাকচারিং ভেহিকেলস ইন্ডিয়া (FAME II) এর আওতায় এই প্রস্তাব রাখা হয়েছে।

FAME II প্রকল্পে শর্তসাপেক্ষে ভর্তুকি প্রদান করে সরকার। এমনকি কেন্দ্রের পাশাপশি রাজ্যের বিভিন্ন গ্রাহকদেরও সরকার এই সুবিধা প্রদান করেছে। যেমন- মহারাষ্ট্র সরকার প্রতি কিলোওয়াট ইলেকট্রিক যানবাহনের উপর ৫০০০ টাকা ভর্তুকি প্রদান করে। আর প্রথম ১০,০০০ ইলেকট্রিক গাড়ি গ্রাহকদের জন্য ভর্তুকির পরিমাণ হলো ১.৫ লাখ টাকা। এছাড়া জানিয়ে দি দিল্লি সরকারও ১.৫ লাখ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে। তবে এই সুবিধা প্রদান করা হবে প্রথম ১০০০ জন গ্রাহককে। কেন্দ্রের ১ লাখ টাকা ভর্তুকি যদি হিসাবে নেওয়া হয় তাহলে এই পরিমাণ দাঁড়াবে ২.৫ লাখ টাকা।

Fame 2

অন্যদিকে উত্তর প্রদেশ সরকার ইলেকট্রিক বাইক এবং ইলেকট্রিক বাসের জন্য ২৫০০০ অটোমোবাইলকে এই প্রকল্পের আওতায় এনেছে যার অধীন ১ লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের ভর্তুকি মিলিয়ে এই অঙ্ক দাড়ায় ২ লাখ টাকা। আর এই একইরকম ভর্তুকি দেবে বলে জানিয়েছে দিল্লি, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের পাশাপাশি উত্তরাখন্ড এবং গুজরাত সরকার। উত্তরাখন্ড সরকারের পক্ষ থেকে ইলেকট্রিক গাড়ির উপর ১.৫ লাখ টাকা ভর্তুকি রাখা হয়েছে, কেন্দ্রের ১ লাখ টাকা ভর্তুকি যোগ করলে যা হয় ২.৫ লাখ টাকা। আর গুজরাটের সরকার ক্রেতাদের মধ্যে চাহিদা বৃদ্ধি করতে ১০ হাজার ইলেকট্রিক গাড়ির উপর ১.৫ লাখ টাকা ভর্তুকি দেবে বলে জানিয়েছে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয়ের ভর্তুকি মিলিয়ে ক্রেতারা মোট ২.৫ লাখ টাকা সঞ্চয় করতে পারবে।

Government started fame India scheme 2 because government want people buy more electric vehicles