অবাক কান্ড! পাগড়ির রঙের সঙ্গে মিলিয়ে ১৫ টি রোলস রয়েস কিনেছেন এই যুবক

রোলস রয়েসের (rolls royce) লাক্সারি কার (luxary car) কেনার স্বপ্ন হয়তো সব মানুষেরই থাকে। কিন্তু এই স্বপ্নকে বাস্তব করতে বেশিরভাগ মানুষই পারেনা। কারণ রোলস রয়েসের মতো লাক্সারি কার কেনার সামর্থ সবার থাকে না। তবে এমন এক রোবেন সিং (Roben Singh) নামক ইংল্যান্ডবাসী ভারতীয় (Indian resident of England) রয়েছেন যার গাড়ির কালেকশনে রয়েছে একাধিক রোলস রয়েস (Indian resident of England Roben Singh have Many rolls royce and other luxary cars )। এছাড়া অন্যান্য লাক্সারি কার রয়েছে যদিও।

এই লাক্সারি কারের কালেকশনের জন্য তিনি বর্তমানে নেট দুনিয়ার গাড়ি প্রেমীদের আকর্ষনের কেন্দ্র হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় তার লাক্সারি কার সমেত তার একাধিক ছবি ভাইরাল হয়েছে। এই ছবি গুলিতে তাকে কারের রঙের সাথে মিলিয়ে একই রঙের পাগড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে। এই ছবি গুলি দেখে অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছে যে তিনি কি পাগড়ির সঙ্গে মিলিয়ে গাড়িতে ওঠেন? নাকি রোলস রয়েসের সঙ্গে ম্যাচিং করে এক এক দিন এক এক রঙের পাগড়ি পরেন? এছাড়া তার পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।

Roben Singh and his luxary cars

এছাড়া জানা গেছে যে রোবেনের কালেকশনে প্রায় ১৫টি রোলস রয়েস রয়েছে। তবে সেই রোলস রয়েস কার গুলির মডেল ও দাম সম্পর্কে স্পষ্টভাবে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। রোলস রয়েসের পাশাপাশি তার গ্যারেজের কালেকশনে রয়েছে ৩.২২ কোটির বেশি দামি ল্যাম্বরগিনি হুরাক্যান, দুর্মূল্য বুগাত্তি ভেরন, ফেরারি এফ-১২ বারলিনেত্তা, পোর্শে ৯১৮ স্পাইডার এবং প্যাগানি হুয়াইরা ইত্যাদি। এইসব গুলি অত্যন্ত লাক্সারি কার ও এদের দাম আকাশ ছোঁয়া।

একটি রিপোর্ট থেকে জানা গেছে যে এই ব্যক্তির পরিবার সাতের দশকে ভারত থেকে পাড়ি দিয়েছিল ইংল্যান্ডে। বেসরকারি ইক্যুইটি ফার্মের মালিক তিনি। এছাড়াও কাস্টমার সার্ভিস আউটসোর্সিংয়ের সঙ্গেও যুক্ত এই ব্যবসায়ী। চেনা পরিচিতদের মধ্যে তিনি নাকি ব্রিটিশ বিল গেটস বা সিং ইস কিং নামে পরিচিত। তবে তিনি নিজের পরিচয় ব্রিটিশ শিখ হিসেবে দেন ও বিশ্বাস করেন যে বিশ্বাসই তাঁর শক্তির মূলমন্ত্র।