ভ্রমন পিপাসুদের জন্য রইল দারুণ খবর! এবার থেকে বিনা ভিসায় ঘুরতে পারবেন ৫৭টি দেশ

আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছে যারা খুব ভ্রমণ পিপাসু (Traveler), দেশের পাশাপাশি তারা বিদেশে (International) ও ট্যুর করে থাকেন। তবে অনেক ক্ষেত্রেই এই সকল মানুষদের দেশের মধ্যে অবাধ বিচরন থাকলেও, বিদেশে ঘুড়তে যাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা দেখা যায়। মূলত পাসপোর্ট নিয়েই সমস্যায় পড়তে হয়। আর পাসপোর্ট থাকলেও তারা সব সময় ভিসা পান না। শুধুমাত্র ভিসা না মেলার কারণে তারা ঘুড়তে যেতে সমস্যায় পড়েন। আবার অনেকে অফিসের কাজেও বাইরে যান, সেক্ষেত্রে তারাও কম সমস্যা পোহান না। কিন্তু এবার বিদেশ ভ্রমণ কারীদের জন্য রয়েছে দারুণ খবর।

আরো পড়ুনঃ ফেরত দিতে হবে ভর্তুকি! স্কুটি বাইকের সাবসিডি নিয়ে সরকার এবং বাইক সংস্থা সংঘাত চরমে

এবার থেকে শুধুমাত্র  পাসপোর্টের সাহায্যে আপনি বিশ্বের ৫৭ টি দেশে যেতে পারবেন। এখন আপনাকে এই দেশগুলোতে দর্শনীয় স্থান বা ভ্রমণের জন্য ভিসা নিতে হবে না। আসলে  ভারতের পাসপোর্টের র‌্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। তাই মিলতে ভলেছে এই বিশেষ সুবিধা।  আগে এই ভিসা না মেলার কারনেই ভ্রমণকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়তো। কিন্তু এই খবর যে নিঃসন্দেহে একটি দারুণ খবর তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

Important news for international trip

প্রথমেই বলে রাখি বিদেশে (International) র জন্য বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। তাহল সমস্ত ভিসার নির্দেশিকা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এছারা যে সমস্ত জিনিস নিষিদ্ধ তা কোনো ভাবেই অমান্য করা যাবে না। এমনকি বহন করার জন্য যা যা নিয়ম দেওয়া হবে তাও মেনে চলতে হবে। অন্যথা সমস্যা হতে পারে। তবে ভিসামুক্ত দেশগুলিতে, আপনি কমপক্ষে এক সপ্তাহ থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত পাসপোর্ট ছাড়াই থাকতে পারবেন।

Important news for international trip

আরো পড়ুনঃ২৯৫ টি বগি, দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার! জানেন কি এটিই ভারতের দীর্ঘতম ট্রেন…

প্রসঙ্গত,  ভারতের পাসপোর্টের র‍্যাঙ্কিংয়ে এক নয়া রেকর্ড গড়েছে। যা স্বাভাবিক ভাবেই প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের বিষয়। এর ফলেই এখন থেকে  ভারতীয়রা  বিশ্বের প্রায় ৫৭ টি দেশে কোনো ভিসার ঝামেলা ছাড়াই ঘুড়তে যেতে পারবেন।  এই দেশগুলি ভ্রমন করার সময় আমাদের আর  ভিসা দিতে হবে না। তবুও পরিচয় দেওয়ার জন্য বেশ  কিছু মৌলিক নথি সরবরাহ করতে হবে প্রত্যেককেই।