আসলে @ravikarkara নামের একজন টুইটার ব্যবহারকারী তার সোশ্যাল মিডিয়ার পেজে এই ভিডিওটি পোস্ট করেছেন।  আর টুইটারে শেয়ার করা এই ভিডিও কিন্তু এর মধ্যেই চার লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বহু মানুষ নানা ধরনের কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “খুব সুন্দর ভিডিও”। তো কেউ লিখেছেন, “পশুরাও আমাদের ভালোবাসে”। তো আবার কেউ লিখেছেন “বেস্ট ভিডিও”।  সব মিলিয়ে এখন ভিডিও নেট দুনিয়ায় দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।