ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য পাক অভিনেত্রীর, নিজের দেশ নিয়ে বললেন এমনটাই… 

ভারত পাকিস্তান (Pakistan) ম্যাচ নিয়ে দুই দেশের মধ্যে আজীবনই একটা বিতর্ক চলেই আসছে, তবে সেই বিতর্কে ফের উস্কানি দিলেন সেহর শিনওয়ারি (Sehar Shinwari)। পাকিস্তানের এই অভিনেত্রী ইতিমধ্যেই এমন একটি মন্তব্য করেছেন যার জেরে ফের ক্রিকেট ভক্তদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেছেন এই পাকিস্তানী অভিনেত্রী। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। 

আরো পড়ুনঃমঙ্গল গ্রহের যাত্রায় আমূল পরিবর্তন আসছে এই তিন রাশির ভাগ্যে! কাটবে বাঁধা, বাড়বে ব্যবসায় যোগ…

পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারি (Sehar Shinwari) এই ব্যাপারে বলেছেন, “এই বছর আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতকে তাদেরই দেশে পাকিস্তান ক্রিকেট দল হারিয়ে দেবে। আর সেটা যদি না হয়, তাহলে আপনারা আমার নাম বদলে অন্য নাম দেবেন। আমাকে সেহরের বদলে ইন্ডিয়া বলে ডাকবেন।”  ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচে অক্টোবর নভেম্বর মাসেই ভারত পাকিস্তান মুখোমুখি হবে। এটি প্রত্যেক ক্রিকেট ভক্তদের কাছেই একটি বহু প্রতীক্ষিত ম্যাচ। 

Ind vs Pak upcoming match

৫ ই অক্টোবর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামেই সম্পন্ন হতে চলেছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। বিশ্বকাপের ৪৮ টি ম্যাচ খেলা হবে ১২টি শহরে- বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, তিরুবনন্তপুরম, কলকাতা, আহমেদাবাদ, দিল্লি, পুনে,  গুয়াহাটি, লখনউ, এবং ধর্মশালা।  মুম্বাইয়ে খেলা হবে প্রথম সেমিফাইনাল।  দ্বিতীয় সেমিফাইনাল হবে কলকাতায়। টুর্নামেন্টের খসড়া সূচি অনুযায়ী, ৬ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে। পরে ১২ ই অক্টোবর হতে চলেছে  দ্বিতীয় ম্যাচটি।  ভারতের সাথে পাকিস্তান তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৫ ই অক্টোবর। ২০ ই অক্টোবর বেঙ্গালুরুর মাঠে হবে চতুর্থ ম্যাচ।

আরো পড়ুনঃএই না হল বিয়ে! ৩৫ হাজার ফুট উঁচুতে ফ্লাইটে করে নাচতে নাচতে বরযাত্রী যাচ্ছে বউ‌ আনতে

Sehar Shinwari tweet gone viral

প্রসঙ্গত, ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট ভক্তদের কাছে বরাবরই উন্মাদনার কারণ। বহুদলীয় প্রতিযোগীতা ছাড়াও এই দুই দেশ মুখোমুখি হয় না, তবে আগামী কয়েক মাসে নয় বার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। আসন্ন বেশ কয়েকটি সফরে এই দুই দলের মধ্যে ফের হবে হাড্ডাহাড্ডি লড়াই। তারমধ্যে এশিয়া কাপ এবং এশিয়ান গেমস, এবং ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে। এশিয়ান গেমস হবে চীনের হ্যাংজুতে সেপ্টেম্বরে আর অক্টোবর থেকে নভেম্বরে হতে চলবে ওয়ান ডে বিশ্বকাপ।