এই নির্দেশেই বড়সড় স্বস্তি মিলবে বিদ্যুৎ গ্রাহকদের! লাফিয়ে কমবে বিদ্যুৎ খরচ, জানুন বিস্তারিত

প্রকাশ্যে আসছে অবাক করা তথ্য। বিদ্যুৎ গ্রাহকদের মিলতে চলেছে বড়সড় স্বস্তি। এবার লাফিয়ে কমবে বিদ্যুৎ বিলের খরচ। সূত্রের খবর অনুযায়ী, মুম্বাইয়ের বিদ্যুৎ প্রদানকারী সংস্থা Appellate Tribunal For Electricity (APTEL) টাটা পাওয়ারকে (Tata Power) বিদ্যুতের হার কমানোর নির্দেশ জারি করেছে। এই নির্দেশের ফলে মুম্বাইতে বসবাসকারী প্রায় ৭.৫ লক্ষ গ্রাহক উপকৃত হবেন। পাশাপাশি বিপুলসংখ্যক বিদ্যুৎ গ্রাহককে কম অংকের বিল প্রদান করতে হবে।

যত দূর জানা যাচ্ছে, ইতিমধ্যেই APTEL- Tata power কে ১০.৫ শতাংশ হরে বিদ্যুত শুল্ক কমানোর নির্দেশ দিয়েছে। মনে করা হচ্ছে, এই নির্দেশ জারির ফলে মুম্বইয়ের বিদ্যুৎ গ্রাহকদের গড়ে ১০০ টাকারও বেশি বিদ্যুৎ বিল কম দিতে হবে। এই নির্দেশ মূলত গত ১ এপ্রিল থেকেই কার্যকর হওয়ার খবর পাওয়া গিয়েছিলো।

উল্লেখ্য, Appellate Tribunal For Electricity– টাটা পাওয়ারকে বিদ্যুত বিলের হার কমানোর নির্দেশ জারির বিষয়ে জানিয়েছে যে, সংশ্লিষ্ট কোম্পানি বিদ্যুতের হার বাড়ানোর ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করেছে তা সঠিক নয়। এবং বিদ্যুতের হার বৃদ্ধির প্রসঙ্গে টাটা পাওয়ার সম্পূর্ণ ভিত্তিহীন যুক্তি দেখিয়েছে বলেও জানিয়েছে APTEL

এমতাবস্থায় বলার অপেক্ষা রাখে না যে, APTEL-এর জারি করা নির্দেশে গ্রাহকরা পাবেন বড়সড় স্বস্তি। আগের তুলনায় বেশ অনেকটাই বিদ্যুৎ বিল সাশ্রয়ী করতে পারবেন গ্রাহকরা। রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্র ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (MERC) গত মার্চ মাসে বিদ্যুতের শুল্ক বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছিল বলে জানা যায়। তবে MERC-এর সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলেও খবর রয়েছে।

এমন পরিস্থিতিতে, টাটা পাওয়ারের পক্ষ থেকেও পাওয়া গেছে একটি বিবৃতি। তারা জানিয়েছে, ‘APTEL বিদ্যুতের হার বাড়ানোর ক্ষেত্রে MERC-এর সিদ্ধান্তে স্থগিতাদেশ রয়েছে। যার জন্য ৩১শে মার্চ, ২০২০ তারিখে কোম্পানির প্রস্তাবিত হারগুলি আবার কার্যকর হয়েছে’। যাইহোক, যদি এই নির্দেশ কার্যকর হয় তবে, বর্তমান যে বিদ্যুতের হার, তার তুলনায় ২৫- ৩০ শতাংশ পর্যন্ত কম আসবে বিদ্যুৎ বিল।