General Knowledge: ভারতবর্ষে তো বাস করেন কিন্তু বলতে পারবেন INDIA-র পূর্ণরূপ কী? জানুন…

General Knowledge: বর্তমানে চাকরির বাজার প্রায় ধরাসাহি বললেই চলে। প্রচুর চাকরিপ্রার্থীরা আছেন যারা অবিরাম কঠোর পরিশ্রম করে চলেছেন জীবনে সাফল্য পাওয়ার জন্য। তবে, সরকারী বা যেকোনো ভালো সেক্টরে চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্যান্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কে জানাটাও খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে এমনই কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার নলেজ’কে আরো বাড়াতে সাহায্য করবে। এই প্রশ্নগুলো আপনার জীবনের যেকোনো ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কাজে আসতে পারে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর।

প্রশ্নঃ জানেন কোন প্রাণীর রক্ত নীল?
উত্তরঃ অক্টোপাসে’র রক্তে হিমোসায়ানিন-এর কারণেই রক্তের রং নীল।

প্রশ্নঃ কোন পাহাড়টি প্রতিদিন তার রং পরিবর্তন করে?
উত্তরঃ অস্ট্রেলিয়ার ‘আয়ার্স রক’।

প্রশ্নঃ ভারতের কোন জায়গায় নৃত্যরত হরিণ পাওয়া যায়?
উত্তরঃ মনিপুর।

প্রশ্নঃ কোন শহরকে কুস্তিগীরদের শহর বলা হয়?
উত্তরঃ কোলাপুর, মহারাষ্ট্র।

প্রশ্নঃ কোন প্রাণীটির দুঃখের সময় লাল রঙের ঘাম ফেলে?
উত্তরঃ জলহস্তী।

প্রশ্নঃ কোন ফুলের ওজন প্রায় ১০ কেজি পর্যন্ত হতে পারে?
উত্তরঃ র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি (বিশ্বের সবচেয়ে বড় ফুল)।

প্রশ্নঃ দেশের কোন গ্রামে মহিলারা বস্ত্র ছাড়া বাস করে?
উত্তরঃ হিমাচল প্রদেশে অবস্থিত মনিকর্ণ গ্রাম (গ্রামের রীতি অনুযায়ী বেশ কয়েকদিন বস্ত্র ছাড়াই থাকতে হয়)।

প্রশ্নঃ ভারতবর্ষে বাস করেন, আর ‘INDIA’-র পূর্ণরূপ কী জানেন?
উত্তরঃ ‘INDIA’-র পূর্ণরূপ হল — Independent National Democratic Intelligent Area.

I: Independent   N: National   D: Democratic
I: Intelligent    A: Area

প্রশ্নঃ বিশ্বে আনুমানিক কতজন মানুষ বামহাতি?
উত্তরঃ বিশ্বের ১১ শতাংশ মানুষ বামহাতি।

প্রশ্নঃ কোন পাখিটি ২৪০ মাইল বেগে উড়তে পারে?
উত্তরঃ পেরিগ্রেন ফ্যালকন।

প্রশ্নঃ ভারতে একটি ১০ টাকার কয়েন তৈরিতে কত টাকা খরচ হয়?
উত্তরঃ ৫ টাকা ৫৪ পয়সা।

প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে কোন সাপ পাওয়া যায় না?
উত্তরঃ নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে একটি ভাসমান পার্ক রয়েছে?
উত্তরঃ মনিপুর।

প্রশ্নঃ এমন কি যা সব সময় আসছে, কিন্তু এসে পৌঁছায় না?
উত্তরঃ আগামীকাল।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রতি বছর বিয়ের জন্য মেয়েদের মেলার আয়োজন করা হয়?
উত্তরঃ বিহারে।