Video: পিটিয়ে অত্যাচার করছিল এক ব্যাক্তি, সঠিক সময়ের অপেক্ষা করে বদলা নিলো গাধা

সোশ্যাল মিডিয়ার (Social media)  সাথে জুড়ে নেই এরকম মানুষ নেই বললেই চলে। আমরা সোশ্যাল মিডিয়াকে আজকাল বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি। যেমন কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসার কাজের জন্য, জিনিস কেনা-বেচার, কেউ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েক করে উপার্জন করে আবার কেউ কেউ শুধু এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আর এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা লোকেদের সংখ্যাই একটু বেশি।

সোশ্যাল মিডিয়ায় (social media) আমরা রোজই অনেক ধরনের ফটো, ভিডিও ও খবর দেখতে পাই। এই সব ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও বা খবর এমন থাকে যা দেখার পর আমরা অবাক হয়ে যাই বা এমন কিছু দেখতে পাই তা দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায় বা এমন কিছু দেখি যা আমাদের মনকে খুশি করে তোলে এবং এমনো কিছু দেখি যা আমাদের জীবনকে প্রেরণা বা মোটিভেশন দেয়া ।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অদ্ভুত ভিডিও অত্যন্ত পরিমানে ভাইরাল (Viral video) হচ্ছে। এই ভিডিও প্রমাণ করে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এছাড়া এই ভিডিওটি আপনাকে কিছুটা অবাকও করবে। তবে আসুন এই ভিডিওয়ের বিষয় বিস্তারিত জেনেনি।

আজ আমরা যেই ঘটনার কথা আপনার কাছে শেয়ার করতে চলেছি এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি দেখা যায়। ভাইরাল হওয়া ক্লিপটি ৪১ সেকেন্ডের। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি একটি গাধাকে খুব নির্মমভাবে মারছে। প্রথমে ব্যক্তি গাধাতিকে লাঠি দিয়ে মারে ও তারপর থাপ্পড়-ঘুসি মারে। আর তারপর ঘাধার পিঠে উঠে বসে যায়। আর ঠিক সেই সময় গাধা পাল্টা জবাব দেয়। গাধাটি ব্যক্তিটির পা জড়িয়ে ধরে। তারপর ব্যক্তি পা ছাড়ানোর জন্য টানাটানি করতে থাকে ও ছটপট করতে থাকে। আর তারপর গাধাটিকে মারার চেষ্টা করে। কিন্তু গাধাটি আর ভয় না পেয়ে পা টেনে ছেলেটিকে মাটিতে ফেলে দেয় ও ছেলেটির পা ধরে টানতে টানতে তাকে গোল গোল মাটিতে ঘোরাতে থাকে। আর ছেলেটি চ্যাঁচাতে থাকে।

এই ভিডিওটি টুইটারে “ওয়াসিম অর খান” নামক একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়। আর ভিডিওর ক্যাপশনে লেখা ছিল “গাধা আরেক গাধার থেকে বদলা নিল”। এই ভিডিওটি এখনো পর্যন্ত ১ লাখ ৬৩ হাজারের বেশি ভিউজ ও ৪ হাজারের বেশি লাইক পেয়েছে। এছাড়া বহুলোক এই ভিডিওর উপর নিজের কমেন্ট বা প্রতিক্রিয়া জানাচ্ছে। একজন ইউজার লিখেছে – আমরা যেমন ব্যবহার বা কর্ম অন্যদের সাথে করি সেরম ফেরত পাই, শুধু আমরা এটা কিছুক্ষনের জন্য ভুলে যাই। আরেকজন ইউজার লিখেছে – গাধাও একটা জায়গা পর্যন্ত গাধা হয়। সিস্টেম স্লো হয় কিন্তু রেকর্ড সব হয়। অন্য একজন লিখেছে – একই কর্মের ফল বলে। আপনিও আমাদের কমেন্ট জানান আপনার এই বিষয় কি বক্তব্য।