এই বিশেষজ্ঞের ভবিষ্যৎবাণীতে তুর্কিতে ফলেছে ভূমিকম্প, ভারত সম্পর্কে দিলেন এমন বার্তা

বিশেষজ্ঞের ভবিষ্যৎবাণীতে তুর্কিতে ফলেছে ভূমিকম্প

চলতি মাস তুরস্কের জন্য খুবই দুঃখজনক। যার রেশ এখনো কাটেনি। শুরুতেই এক ভয়াবহ ভূমিকম্প সমগ্র তুরস্ককে তছনছ করে দেয়। প্রায় ৩০ হাজারের বেশি মানুষ এই ভূমিকম্পে মারা জন্ম। বিশাল ক্ষয়ক্ষতি হয়। আজও যার রেশ কাটেনি এবং এখনো আপডেট আসছে। এমন পরিস্থিতিতে একজন ব্যক্তি খুবই চর্চায় রয়েছে। যিনি এই ভূমিকম্পের পূর্বাভাস (Earthquake Forecasting) দিয়েছিলেন। ইনি ভারতকে নিয়েও ভবিষ্যদ্বাণী দিয়েছেন। কে এই ব্যাক্তি? চলুন বিস্তারিত জেনে নিন।

Earthquake

আজ কথা বলবো ফ্র্যাঙ্ক হুগারবিটসকে নিয়ে। ফ্র্যাঙ্ক হুগারবিটস (Frank Hoogerbeets) নেদারল্যান্ডসের মানুষ। যিনি হুগারবিটস সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভে (Huggerbeats Solar System Geometry Survey) হয়ে কাজ করেন। এই সংস্থাটি ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে বলে দাবি করে। এর আগে তাঁর দেওয়া জাপানের অনেকগুলি ভূমিকম্প নিয়ে ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প নিয়েও তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন।

বর্তমানে ভারতের জন্য হুগারবিটস বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। কেননা তিনি ভারতকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী দিয়েছে, যা সত্যি হলে ভারতীয়দের জন্য অনেক খারাপ খবর হবে। কি বলেছেন তিনি ভারতকে নিয়ে? প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে আসাম ও অরুনাচল প্রদেশে ভূমিকম্পের কথা তিনি জানিয়েছিলেন, যা সত্যি হয়েছে। গত বছরের ৮ই জুলাই থেকে ১১ জুলাই ইরাক ও ইরানের সীমান্তে ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও সত্যি হয়েছে।

Frank Hoogerbeets

এই পরিস্থিতিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে (Social Media) ফ্রাঙ্ক হুগারবিটস একটি ভিডিও (Video) শেয়ার করেছেন। যেখানে ভারতের (India) জন্য বার্তা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী দিনে ভারতীয় উপমহাদেশে বড় সর ভূমিকম্প (Earthquake Warning) হতে পারে। তিনি ওই ভিডিওতে আরো বলেন যে, এই ভূমিকম্প ভারত পাকিস্তান সহ আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। জানিয়ে রাখি, সৌরজগতের জ্যামিতি সূচকের সাহায্য নিয়ে তিনি এই ভবিষ্যদ্বাণী করে থাকে। তাঁর দেওয়া পূর্বের ভবিষ্যদ্বাণী অনেকবার সত্য হওয়ার কারণে ভারতের অনেক মানুষ এই ভিডিওর পর চিন্তায় পড়েছেন।