আম্বানির পৈতৃক বাড়ির অন্দরমহল দেখলে ধাঁধিয়ে যাবে চোখ, দূর দূরান্ত থেকে দেখতে আসে মানুষ

আম্বানির পৈতৃক বাড়ির অন্দরমহল দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

ভারতের অন্যতম ব্যাবসায়িক পরিবার হলো আম্বানি পরিবার (Ambani Family)। বিশ্ব জুড়ে খ্যাতি রয়েছে এই পরিবারের। এই পরিবারেরই একজন হলেন মুকেশ আম্বানি। যিনি রিলাইয়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। রিলাইয়েন্স গ্রুপের হাত ধরেই আম্বানি পরিবারের উত্থান হয়েছে। যার কর্ণধার ছিলেন ধীরুভাই আম্বানি। তবে আজ কথা বলবো আম্বানি পরিবারের পৈতৃক বাড়ি নিয়ে। যেখানে শৈশব কাটিয়েছেন ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani)। চলুন বিস্তারিত জেনে নিন।

Dhirubhai Ambani house

গুজরাটের চোরওয়াদ (Chorwad) গ্রামে রয়েছে ধীরুভাই আম্বানির পৈতৃক বাড়ি। এই বাড়িতে দীর্ঘদিন কাটিয়েছেন ধীরুভাই আম্বানি। বাড়িটিকে এখন ধীরুভাই আম্বানি মেমোরিয়ালে (Dhirubhai Ambani Memorial) পরিণত করা হয়েছে। এখানে রয়েছে আম্বানির পরিবারের সঙ্গে সম্পর্কিত অনেক স্মৃতি বিজড়িত জিনিস। বর্তমানে ধীরুভাই আম্বানি ফাউন্ডেশন (Dhirubhai Ambani Foundation) বাড়িটির পরিচালনা করছে।

আম্বানি পরিবারের এই পৈতৃক বাড়িটি ১০০ বছরের পুরানো (Dhirubhai Ambani’s 100 Years Old Ancestral Home)। তবে বাড়িটিকে নতুন ভাবে সংস্কার করা হয়েছে। বাড়ির মূল নকশার সঙ্গে মিল থেকে নতুন ভাবে বাড়িটির ডিজাইন করেছে অমিতাভ তেওয়াতিয়া ডিজাইনস। আম্বানির পৈতৃক ভিটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যেখানে একটি অংশ আম্বানি পরিবারের জন্য সংরক্ষিত রয়েছে, অপরদিকে বাড়ির আর একটি অংশ পর্যটকের জন্য খুলে দেওয়া হয়েছে।

Ambani

ধীরুভাই আম্বানির স্মৃতি বিজড়িত এই বাড়িটিতে বহু পর্যটকদের ভিড় জমে। বাড়িটির ভিতরের অংশে স্যুভেনিরের দোকানের সাথে আম্বানি পরিবারের সম্পর্কিত কিছু স্মৃতিচিহ্নও রাখা আছে। এখনো মুখেশ আম্বানি ও অনিল আম্বানির মা তথা কোকিলা বেন আম্বানি এই বাড়িতে সময় কাটাতে আসেন। আম্বানি পরিবারের এই পৈতৃক বাড়িটি খুবই সুন্দর এবং বাড়িটির চারী পাশে রয়েছে সবুজের বাগান। এই গ্রামে তাঁর স্ত্রী অর্থাৎ কোকিলা বেন (Kokila Ben)-ও আট বছর সময় কাটিয়েছেন। আজও মাঝে মধ্যে এই বাড়িতে গিয়ে সময় কাটান কোকিলা বেন।

House