চাপ বাড়ালো মুকেশ আম্বানি সংস্থার, Jio পর এবার Airtel করলো 5G পরিষেবার ঘোষণা, জানুন লঞ্চের তারিখ সহ দাম

5G-পরিষেবা নিয়ে Reliance Jio এর আগেই তথ্য সামনে এনেছে। আমরা আপনাকে বলি, ২৯শে আগস্ট ২০২২ এর রিলায়েন্স জিওর সাধারণ বার্ষিক সভায় মুকেশ আম্বানি Jio 5G পরিষেবা গুলি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। Jio-এর পর এবার আরেকটি বড় সংস্থা 5G পরিষেবা নিয়ে বড় আপডেট ঘোষণা করেছে। হ্যাঁ, আরেকটি বড় টেলিকম সংস্থা Airtel, 5G পরিষেবা লঞ্চের তারিখ (Airtel 5G release date) ও এর দাম (Airtel 5G price) নিয়ে বড় তথ্য সামনে এনেছে।

img 20220829 184052

Airtel 5G লঞ্চের তারিখ:

আমরা আপনাকে বলি, এয়ারটেল সংস্থার মালিক সুনীল মিত্তল ভারতে 5G পরিষেবা নিয়ে তথ্য ঘোষণা করেছে। সুনীল মিত্তল জানান, এয়ারটেল সংস্থাটি দেশে অক্টোবর মাসে প্রথম সপ্তাহে 5G পরিষেবা চালু করে দেবে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, ২০২২ এর ১২ই অক্টোবর ভারতে 5G পরিষেবা লঞ্চ হবে।

ভারতে এয়ারটেল 5G দাম কেমন হবে:

Business Today’s India@100 Economy summit-এ বক্তৃতা রাখার সময় এয়ারটেল সংস্থার চেয়ারম্যান সুনিল মিত্তল Airtel 5G পরিষেবা সম্পর্কে তিনি জানিয়েছেন। তিনি বলেন এয়ারটেল গ্রাহকদের 5G পরিষেবার সুবিধা নিতে গেলে সামান্য উচ্চমূল্য খরচ করতে হবে। তিনি জানান 5G পরিষেবার জন্য বিকল্প কোন প্ল্যান নাও থাকতে পারে। কিন্তু প্রিমিয়াম প্ল্যানে এই পরিষেবা যুক্ত থাকছে।

jio airtel vi

তিনি এ বিষয়ে বলেন, 5G পরিষেবার জন্য উচ্চমূল্য দিতে হলেও গ্রাহকদের নেট স্পিড নিয়ে কোন ত্রুটি থাকবে না। 5G স্পেকট্রমের নেট স্পিড 4G স্পেক্ট্রামের চেয়ে প্রায় কয়েক গুণ বেশি হবে। আমরা আপনাকে বলি, AGM-২০২২ 5G পরিষেবা নিয়ে রিলায়েন্স জিও ঘোষণা করেছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে দীপাবলিতে জিওর 5G পরিষেবা চালু হয়ে যাবে।