দেশবাসীর জন্য সুখবর, একদম সস্তা দামে গুগলের সহযোগিতায় 5G smartphone লঞ্চ করবে মুকেশ আম্বানির সংস্থা জিও

সস্তা দামে Jio 5G ফোন

মাত্র ১ দিন আগেই জিও কোম্পানি (Jio Company) বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছে। এই দিনই কোম্পানি জিও 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই বছরের দীপাবলিতে 5G পরিষেবা চালু করা হবে। প্রথম মেট্রো শহরগুলিতে (Metro City) চালু করা হবে। আসুন আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Mukesh Ambani

ঠিক করা হয়েছে। যদিও এই সম্বন্ধে কোম্পানির তরফ থেকে বেশি তথ্য দেওয়া হয়নি। চলতি বছরের ডিসেম্বর মাসে সারাদেশে চালু করা হবে 5G পরিষেবা। এই সভায় আরো একটি ঘোষণা করা হয়েছে Jio Phone 5G নিয়ে। জিও কোম্পানি গুগলের সাথে অংশীদারিত্বে এটা তৈরি করবে। তবে খুব সস্তায় 5G ফোন আসতে চলেছে।

জিও ফোন 5G তে প্রসেসর ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 480। এতে RAM থাকবে 4GB পর্যন্ত এবং ইন্টারনাল মেমোরি (Internal Memory ) থাকবে 32 GB। এটাও ধারণা করা হচ্ছে, 2GB RAM ভ্যারিয়েন্ট সহ একটি ফোন লঞ্চ হতে পারে। Jio Phone 5G তে একটি 6.5 ইঞ্চি HD + IPS LCD স্ক্রিন দেওয়া থাকবে। তবে এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা (Dual Camera) সেটআপও থাকবে।

Jio 5G phone

এর মেইন ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলের এবং ম্যাক্রো সেন্সর থাকবে 2 মেগাপিক্সেলের। তবে এই ফোনের দাম সম্পর্কে বলা হয়েছে, Jio Phone 5G র দাম ১২ হাজার টাকারও কম থাকবে। এবছর দীপাবলিতে এটি চালু করা হবে। গত বছর জিও Phone নেক্সট (Jio Phone Next) চালু করা হয়েছিল।

Reliance Jio