এই ৫ টি অ্যাপে মিলছে দুর্দান্ত ক্যাশব্যাক, ক্রেডিট কার্ডের বিল ভরেই হতে পারেন মালামাল

বর্তমানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট কার্ডের (credit card) ব্যবহারকারীদের সংখ্যা (Increase credit card user)। যারা সম্প্রতি আয় শুরু করেছে ও যারা অভিজ্ঞ সবাই সম্প্রতি ক্রেডিট কার্ড ব্যবহার করছে ও ক্রেডিট কার্ডের উপর ভরসা রাখছে। তবে আপনি কি জানেন আপনি যদি ক্রেডিট কার্ডের বিল যদি আপনি জমা দেন তবে মাস গেলে মোটা টাকা ঢুকবে আপনার পকেটে (By paying credit card bill u can get good amount of money in your pocket)?

Credit card bill payment

এছাড়া বর্তমানে অনেক ফিনটেক সংস্থা রয়েছে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আকর্ষণীয় রিওয়ার্ড এবং ক্যাশব্যাক দেয়। যার ফলে আপনি আপনার অনেক রকমের খরচ খুব সহজেই চালিয়ে নিতে পারবে। আর ক্রেডিট কার্ড সংক্রান্ত অ্যাপ গুলি যারা টাকা দিতে ভুলে যায় তাদের ক্রমশ রিমাইন্ডার দিতে থাকে যাতে তারা টাকা জমা করে দেয়। তবে চুলন এবার জেনে নেওয়া যাক কোন অ্যাপ গুলিতে ক্রেডিট কার্ডের বকেয়া টাকা জমা দিলে আপনি রিওয়ার্ড পেতে পারেন।

১) ক্রেড (cred): এই অ্যাপটি অতি পরিচিত অ্যাপ যার ব্যাপারে বেশিরভাগ মানুষই জানে। তবে এমনও ব্যক্তি রয়েছেন যারা এই অ্যাপ ব্যবহার করেনি। এই অ্যাপের দুর্দান্ত গ্রাফিক্স লোকদের বেশ আকর্ষণ করে। তবে শুধু ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট নয় এই অ্যাপের মাধ্যমে অন্যান্য পেমেন্ট করলেও বেশ ভালো ক্যাশ ব্যাক পাওয়া যায়। আপনি এই অ্যাপে রিমাইন্ডার সেট করতে পারবেন যাতে ক্রেডিট কার্ড বল পেমেন্ট মিস না হয়ে যায়। আপনি প্রতি মাসে ১০০০ টাকা কিংবা তার বেশিও রিওয়ার্ড পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে।

Cred app

২) পেটিএম (Paytm): এই অ্যাপ ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়ার সাথেই সাথেই রিওয়ার্ড দেবে আপনাকে। এই অ্যাপে ৫০০০ টাকার বেশি বিল পেমেন্ট ৫ লাখ পয়েন্ট রিওয়ার্ড পাবেন। অর্থাৎ যা ১০০০ টাকার সমান। এছাড়া এই অ্যাপ অনেক ধরনের অফারও প্রোভাইড করে।

Paytm app

 

৩) মবিকুইক (Mobiquick): তৎক্ষণাৎ বিল পেমেন্ট করার ক্ষেত্রে এই অ্যাপ সেরা। আর ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে এই অ্যাপে ভালো সুপারক্যাশ পেতে পারেন। অন্যান্য বিল পেমেন্টের ক্ষেত্রে এই সুপারক্যাশের ৫ শতাংশ ব্যবহার করা যাবে। এখানে UPI এর পাশাপাশি ডেবিট কার্ড দিয়েও টাকা জমা দেওয়া যায়।

Mobiquick app

৪) ফোন পে (Phone pay): বিল পেমেন্টের ক্ষেত্রে বহু ইউজারের প্রথম পছন্দ হয় এই অ্যাপ। তবে প্রতি মাসে ক্রেডিট কার্ডের বকেয়া জমা দেওয়ার অভ্যাস তৈরি করতে চাইলে এই অ্যাপের সাহায্য নিতে পারেন। ক্রেডিট কার্ডের বিল জমা দিলে ফোনপে থেকে একটি স্ক্র্য়াচ কার্ড দেওয়া হয় যেখান ক্যাশব্যাক বা ভালো রিওয়ার্ড পেতে পারেন। অন্যান্য UPI অ্যাপের তুলনায় ফোনপের ইন্টারফেস যেমন সহজ তেমন পেমেন্ট করার পদ্ধতিও খুব বেশি জটিল নয়।

Phone pay app

৫) অ্যামাজন পে (Amazon pay): ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট এটি আরেকটি ভালো বিকল্প। কারণ এটি আপনার সমস্ত ডেটা সুরক্ষিত রাখে কারণ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ বিল পেমেন্টের জন্য অ্যামাজন পে ব্যবহার করেন। আর এই অ্যাপে ক্রেডিট কার্ডের বকেয়া বিল পে করে ভালো পরিমাণ ক্যাশ ব্যাক পাওয়া যায়। এছাড়া এই অ্যাপে শপিং, রিচার্জ, সিনেমার টিকিট ইত্যাদি একাধিক অনলাইন পরিষেবা উপলব্ধ রয়েছে।

Amazon pay app