গাড়িতে করে নয়, প্রাইভেট প্লেনে চড়ে অফিস যান এই শহরের মানুষ! জানা আছে এই জায়গার কথা?

সাধারণত আমরা অভ্যস্ত রাস্তার দুই পাশ থেকে গাড়ি (Car) দাঁড়িয়ে থাকতে দেখেই। সেটা শহরতলী কলকাতা হোক বা বিদেশের কোন রাস্তা। কিন্তু রাস্তার পাশ থেকে কখনো সারিবদ্ধ ভাবে বিমান (Airplane) দাঁড়িয়ে থাকতে দেখেছেন? আজ্ঞে হ্যাঁ, এটা কোন চলচ্চিত্রের দৃশ্য নয় পুরোটাই বাস্তব। শুনতে অবাক লাগলেও সত্যি, এই এলাকার বাসিন্দারা যাতায়াতের জন্য কোন গাড়ি ব্যবহার করেন না। তারা বিমানে চেপে যেতেই অভ্যস্ত।

private jeet webp

 

চিত্রে রাস্তার দুপাশ থেকে দাঁড়িয়ে আছে বিমান (Airplane), তবে এই বিমানগুলো কোন কোম্পানির নয়। এই বিমানগুলো আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের নিজস্ব মালিকাধীন। তারা ব্যক্তিগত ভাবে এই বিমানে চড়ে আসেন এবং রাস্তার পাশেই দাঁড় করিয়ে রাখেন। বিষয়টি চমকে দেওয়ারই মতো, বিশ্বে এমনও একটি শহর রয়েছে, যেখানে বাসিন্দারা প্রাইভেট গাড়ির মতো বিমান ব্যবহার করেন! সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে এই এলাকার ভিডিও।

airpark webp

এই এলাকার বাসিন্দারা সাধারণত অফিস- কাছারিতে যাওয়ার জন্য তাদের প্রাইভেট বিমান ব্যবহার করে থাকেন। জানা আছে কি এই শহরটি কোথায় অবস্থিত? চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত। ক্যালিফোর্নিয়া’র (California) ক্যামেরন এয়ারপার্ক’ (Cameron Airpark) হল সেই শহর যেখানকার বাসিন্দাদের রয়েছে নিজস্ব বিমান (Private Airplane)। এই অঞ্চলের লোকজনেরা যাতায়াতের জন্য একটি করে প্রাইভেট বিমান বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখেন।

california

ক্যালিফোর্নিয়ার (California) এই এলাকাটি সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাধীন। বাইরের কোন মানুষ বিনা অনুমতিতে এই জায়গায় প্রবেশ করতে পারেন না। এই শহরটি তৈরি হয়েছিল ১৯৬৩ সালে। বর্তমানে এখানে মোট ১২৪ জন বাসিন্দা রয়েছেন। যাদের কাছে প্রত্যেকেরই একটি করে বিমান ও হ্যাঙ্গার রয়েছে। বিমানগুলো কোন বাধা ছাড়াই যাতে উঠতে পারে এবং বাড়ির সামনে নামতে পারে সেই কারণে ১০০ ফুট চওড়া রাস্তাও তৈরি করা রয়েছে। সামাজিক মাধ্যমের দৌলতে এই পার্কটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।