গ্রাহকদের কথা চিন্তা করে সুদের হার ঢেলে দিচ্ছে এই ব্যাঙ্ক, টাকা রাখলেই পাবেন ৯ শতাংশ সুদ

সাধারণত নিজেদের উপার্জিত অর্থ গচ্ছিত রাখতে মানুষজন ব্যাঙ্ক, পোস্ট অফিসের উপর নির্ভর করেন। কেউ বেশি ভরসা করেন ব্যাঙ্কের উপর, কেউ বা আবার পোস্ট অফিসের উপর। তবে সম্প্রতি সময়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) একনাগাড়ে রেপোরেট (Repo rate) বৃদ্ধি করে চলেছে। যার ফলে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হারও (interest rate) বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি, বাড়ি-সহ একাধিক ঋণের কিস্তিও বেড়ে গিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কিছু ব্যাঙ্ক তাঁদের সুদের হার বাড়িয়ে দিলেও, স্টেট ব্যাঙ্ক (State Bank), আইসিআইসিআই (ICICI), এইচডিএফসি (HDFC), পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক (PNB) কিন্তু তাঁদের সুদের পরিমাণ বাড়িয়ে দেয়নি। যেমন চলছিল, ঠিক তেমনই রেখেছে।

img 20230414 120850

অন্যদিকে কিছু কিছু ছোট ব্যাঙ্ক যেমন উৎকর্ষ ব্যাঙ্ক এই মুহুর্তে দাঁড়িয়ে ফিক্সড ডিপোজিটে সব থেকে বেশি সুদ দিচ্ছে। ২ কোটি টাকার নিচের ফিক্সড ডিপোজিটে বেশকিছুটা সুদের হার বাড়িয়ে দিল এই উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)।

এক্ষেত্রে জানা গিয়েছে, ৭০০ দিনের মেয়াদের ডিপোজিটে সাধারন নাগরিকরা এখন থেকে পাবেন ৮.২৫ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন আরও একটু এবশি অর্থাৎ ৯.০০ শতাংশ সুদ। এই নতুন সুদের হার গত ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে কার্যকর করা হয়েছে এবং এটি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

জানিয়ে রাখি, ৫ বছর থেকে ১০ বছর মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাবেন ৭.০০ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।

img 20230402 000241

আবার ৭০১ দিন থেকে ৫ বছর সময়ের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাবেন ৭.৫০ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৮.২৫ শতাংশ সুদ।

৩৬৫ থেকে ৬৯৯ দিনের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ সুদ।