এই ৫ টি কারণ যার জন্য হু হু করে ভারত জুড়ে জনপ্রিয়তা বাড়ছে টাটা পাঞ্চের, আপনিও জেনে চমকে যাবেন

টাটা মোটরসের “Tata punch” কম্প্যাক্ট SUV কার গুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি কার। ভারতে বিক্রি হওয়া সেরা কার গুলির লিস্টে নাম রয়েছে এই কারের। এছাড়া “Tata punch” কারের সুরক্ষার দিক দিয়ে সমস্ত ফিচার গুলি বেশ ভালো। আর এই কারের দেশ জুড়ে সুনামও রয়েছে কারণ ক্র্যাশ টেস্টে 5 স্টার অর্জন করেছে এই কার। তবে কিছু গ্রাহকের মতে “Tata punch” আকারে ছোট। তাই বহু ব্যবহারকারীর তরফ থেকে “Tata punch” এর স্পেস নিয়ে অনেকরকম অভিযোগ সামনে এসেছে। তবে এই কারণের এই কারের জনপ্রিয়তায় বা বিক্রিতে কোনো পার্থক্য আসেনি। আসুন এই আর্টিকেলের মাধ্যমে জেনেনি কেন গোটা ভারত জুড়ে “Tata punch” কারটি এতো জনপ্রিয়? আসুন জেনেনি…

টাটা পাঞ্চ আয়তন- এই গাড়ি লম্বায় ৩৮২৭ মিলিমিটার, উচ্চতা ১৬১৫ মিলিমিটার, হুইলবেশ ২৪৪৫ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৭ মিলিমিটার। সম্পূর্ণ বক্সি ডিজাইন না হলেও কম্প্যাক্ট ধাঁচে তৈরি মজবুত একটি চার চাকা টাটা পাঞ্চ।

TATA punch

ঠাসা ফিচার্স- Tata punch জনপ্রিয় হওয়ার মূল একটি কারণ হলো এই কারের ফিচার্স। এই করে দুর্দান্ত সব ফিচার্স রয়েছে যেমন-ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক এসি, পুশ বাটন স্টার্ট, হার্মান ইনফোটেনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চি টাচস্ক্রিন, সেমি ডিজিটাল ক্লাস্টার, অটো হেডল্যাম্প, রেইন সেন্সিং ওয়াইপার এবং কার কানেক্টেড টেক।

টাটা পাঞ্চ সেফটি- এই আর্টিকেলের প্রথমেই উল্লেখ করা হয়েছে যে এই কার সুরক্ষার দিক থেকে ৫ স্টার পেয়েছে। এনক্যাপ টেস্ট যেখানে একাধিক পরীক্ষার মাধ্যমে গাড়ির সুরক্ষা যাচাই করা হয় সেখানে কারটি সুরক্ষা পরীক্ষা দুর্দান্ত রেজাল্ট করে। তবে ৫ স্টার শুধু প্রাপ্ত বয়স্কদের জন্যই। অর্থাৎ শিশু সুরক্ষায় এই কারটি তেমন ভালো না। কারণ শিশু সুরক্ষার দিক থেকে এই কার ৪ স্টার পেয়েছে। জানিয়ে দি যে এই কারে রয়েছে- ডুয়াল এয়ারব্যাগ, রিভার্স পার্কিং ক্যামেরা, কর্নারিং ল্যাম্প এবং আইসোফিক্স চাইল্ড মাউন্ট।