বেঙ্গালুরুতে আনন্দ মহিন্দ্রার অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেন ভুট্টাওয়ালা! ভাইরাল হল তাঁর সুইট কর্ন বিক্রির ভিডিও

স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় বিখ্যাত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাকে (Anand Mahindra)। আর প্রায় সময়ই বেশকিছু অদ্ভূত অদ্ভূত পোস্ট শেয়ার করতে দেখা যায় তাঁর অ্যাকাউন্ট থেকে। আর সেইসকল ভিডিও দেখে বেশ অনুপ্রাণিতও হয়ে থাকেন নেটিজনরা।

সম্প্রতি সেভাবেই নেটদুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। আর সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। ভিডিওতে একজন ভুট্টা বিক্রতাকে দেখা গিয়েছে রাস্তার ধারে ভুট্টা (sweet corn) বিক্রি করতে। শুধু তাই নন, তাঁকে স্টলে রাখা পাত্র বাজিয়ে বাজিয়ে ভুট্টা তৈরি করতে দেখা গিয়েছে। আর এই ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হওয়ার সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

img 20230215 164847

 

এই ভাইরাল ভিডিওতে (viral video) দেখা গিয়েছে, একজন মিষ্টি ভুট্টা বিক্রেতার এক হাতে রয়েছে একটি প্লাস্টিকের কাপ এবং অন্য হাতে রয়েছে একটি স্প্যাটুলা। এবার সামনে থাকা মশলার বাক্স থেকে মশলা বের করার সঙ্গে সঙ্গে স্প্যাটুলা দিয়ে বেশ বাজনা বাজাতে থাকেন। আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রেতা।

ওই ভুট্টাওয়ালার আশ্চর্যজনক বাজনা শুনে সামনে থাকা মানুষজন বেশ অবাক হয়ে যান। ওই ব্যক্তি তামিলনাড়ুর একটি লোকনৃত্য এবং সঙ্গীতের ফর্ম ‘কুথু’ বাজিয়েছিলেন। যা দেখে সেখানে উপস্থিত অনেকেই হাতে মোবাইল নিয়ে ভিডিও করছিলেন।

এই ভিডিও দেখে মুগ্ধ হয়ে যান আনন্দ মাহিন্দ্রা। শুধু তাই নন, তিনি এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরের মাহিন্দ্রা পারকাশন ফেস্টিভ্যালে ওই ব্যক্তিকে আমন্ত্রণও জানিয়ে ছিলেন। পোস্টে তিনি লেখেন, ‘আমি জানি না এই ভদ্রলোক ঠিক কোন প্রতিষ্ঠানে কাজ করেন। আমি চাই বেঙ্গালুরুতে আমাদের আসন্ন #MahindraPercussion Festival-এ আমাদের অতিথি হিসাবে আসুন। ছন্দই যে ভারতের হৃদস্পন্দন তার জীবন্ত প্রমাণ তিনি’।