ছবিতে থাকা এই সুন্দরী অভিনেত্রীকে চিনতে পারলেন! একসময় ছিলেন কিসিং গার্ল নাম খ্যাত

ছবিতে থাকা সুন্দরী মেয়েটি

বলিউডে এমন অনেক তারকা আছেন, যারা বেশ জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন। আবার এমনও অনেক তারকা আছেন যারা অল্প কিছু ছবিতে কাজ করে বলিউড থেকে হারিয়ে গেছেন। আবার অনেকে এমন আছেন যারা ব্যাক্তিগত কারণে বহু বার খবরের শিরোনামে থেকেছেন। আজ এমনই এক বলিউড অভিনেত্রী (Bollywood Actress) সম্পর্কে বলতে যাচ্ছি। আজ কথা বলবো অভিনেত্রী উষা(Usha)। তিনি সোনিয়া সাহানি নামেও পরিচিত। যিনি ৬০-৭০ দশকের বেশ কিছু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। চলুন অভিনেত্রী সম্পর্কে জেনে নিন।

60's Actress

অভিনেত্রী সোনিয়া সাহানি পাকিস্তানের জন্মগ্রহণ করেছিলেন। তবে দেশভাগের পর সপরিবারে তারা কাশ্মীরে চলে আসেন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। অভিনেত্রীর আসল নাম ঊষা সাহানি। শৈশব থেকেই অভিনেত্রী খুব সুন্দরী ছিলেন। ১৯৬৫ সালে তিনি মুম্বাইয়ে আসেন এবং বলিউডে কাজ শুরু করেন। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার পর তিনি নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন সোনিয়া সোহানি(Soniya Sohani)।

বলিউডে বড় বড় তারকা যেমন দেব আনন্দ(Dev Anand), কিশোর কুমার(Kishore Kumar), মেহমুদ(Mehemudh), সঞ্জীব কুমার(Sanjib Kumar), সুজিত কুমারের(Sujit Kumar) সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন। অনেক ছবিতে তিনি মুখ্য ভূমিকাতেও অভিনয় করেছেন। ‘দুপাট্টা’, ‘বন্দিশ’, ‘শাফাত’, ‘উপাসনা’, ‘বুধা মিল গয়া’, ‘আন্দাজ’, ‘জঙ্গল মে মঙ্গল’, ‘যুগনু’, ‘চোরনি’ মতো জনপ্রিয় ছবিতে (Hit Movies) তিনি অভিনয় করেছেন।

Actress Usha

অভিনেত্রী ছবিতে অভিনয় করা কালীন সময়ে পালিতানা রাজ্যের রাজপুত্র শিবেন্দ্র সিং গোয়ালার (Shribendra Singh Goyalar) প্রেমে পড়েন। তবে শিব ইতিমধ্যে বিবাহিত ছিলেন। কিন্তু তারপরও অভিনেত্রীর সঙ্গে তাঁর লিভ ইন সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে তাঁরা একে অপরকে বিয়ে করেন এবং ১৯৭৬ সালে তাঁদের একটি সন্তান হয়। এ নিয়ে সে সময় অভিনেত্রী খবরের শিরোনামে ছিলেন। তবে স্বামীর মৃত্যুর পর অভিনেত্রীর জীবনে অনেক বদলে যায়।

Soniya Sohani