৭ দিনের জার্নি, ২০ লাখ টিকিট… দেখুন বিশ্বের সবচেয়ে দামি ট্রেনের অন্দরমহলের ভাইরাল ভিডিও

বিশ্বের সবচেয়ে দামি ট্রেনের অন্দরমহলের ভাইরাল ভিডিও

অনেক মানুষ আছেন যারা ট্রেনে ভ্রমণ (Train Tour) করতে ভালো বাসেন। বিশেষ করে জানালার ধারে বসে দীর্ঘ ক্ষনের যাত্রা এক অনুভূতি পূর্ণ সফর তৈরি করে। ধান ক্ষেতে পাস দিয়ে ট্রেনের বয়ে চল নস্টালজিয়া সৃষ্টি করে। দূরে কিংবা কাছে পিঠে যেখানেও যাওয়া হোক না কেন। ট্রেনে ভ্রমণ এক অন্য অনুভূতি দেবে আপনাকে। তবে জানেন কি ভারতীয় রেল বিভাগের অধীনে এমন একটি ট্রেন রয়েছে, যার ভাড়া ২০ লক্ষ টাকা। আজ কথা বলবো ভারতীয় রেলওয়ের সবচেয়ে বিলাসবহুল ট্রেন (India’s Most Luxurious Train) নিয়ে। চলুন বিস্তারিত জেনে নিন।

Maharaja Express

ভারতীয় রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) -এর অধীনে রয়েছে একটি বিলাসবহুল ট্রেন। যার ভাড়া শুনলে আপনি অবাক হবেন। ট্রেনটির নাম মহারাজা এক্সপ্রেসে (Maharaja Express)। যা প্রায় দেশের সব ট্রেন রুটেই চলে। ভাড়া বেশি হলেও এই ট্রেনে একবার ভ্রমন করলে মন ভরে যাবে। সমস্ত রকমের বিলাসবহুল সুবিধা মিলবে এখানে। এই ট্রেনের অধীনে রয়েছে দ্য ইন্ডিয়ান প্যানোরামা (The Indian Panorama), ট্রেজারস অফ ইন্ডিয়া (Treasures of India), দ্য ইন্ডিয়ান স্প্লেন্ডার (The Indian Splendour) এবং দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া (The Heritage Of India) নামক চারটি প্যাকেজ। যে কোনো একটি পছন্দ করে সাত দিনের জন্য ভ্রমণ করতে পারেন।

সম্প্রতি দেশের এই বিলাসবহুল ট্রেনটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল (Social Media Viral Video) হচ্ছে। ভিডিওটি পোস্ট করেছেন কুশাগরা (Kushgara) নামক এক ব্যাক্তি। যিনি নিজের ইনস্টাগ্রামে এটি শেয়ার করেছে। যে ভিডিওতে মহারাজা এক্সপ্রেসের অন্দরের ছবি ধরা পড়েছে। এর সাথে ওই ভিডিওতে টিকিটের দাম নিয়েও বলা হয়েছে। ওই ব্যক্তি এই ট্রেনের সমস্ত রকমের বিলাসবহুল সুবিধার কথা তুলে ধরেছেন ভিডিওতে। ট্রেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, এতে রয়েছে কমপ্লিমেন্টারি মিনি বার, এয়ার কন্ডিশনার, ওয়াই-ফাই ইন্টারনেট, লাইভ টিভি, ডিভিডি প্লেয়ার সহ আরো নানা বিলাসবহুল সুবিধা।

 

মহারাজা এক্সপ্রেসের এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। এখনো পর্যন্ত ৩২ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছে। ৭০ হাজারের বেশি মানুষ এটিকে লাইক করেছেন। টিকিটের দাম নিয়েও কুশগরা জানিয়েছেন। তিনি বলেছেন এই ট্রেনের একটি টিকিটের দাম ২০ লক্ষ টাকা। যা দিয়ে একটি সম্পত্তি কিনতে পারবেন। এক নেটিজেন ভিডিওতে কমেন্ট করে লিখেছেন, “এই ট্রেনের টিকিট কেনার বদলে আমি সেই টাকা দিয়ে একটি সম্পত্তি কিনতে পছন্দ করব।” অন্য আরেক নেটিজেন লিখেছেন, “আমি এত টাকা দিয়ে নিউইয়র্ক শহরে ঘুরতে পারি। তা সত্ত্বেও, অর্থ সাশ্রয় হবে।”

Express