ছাত্রদের মতোই স্কুলে আসে, ক্লাসে বসে আবার শিক্ষকদের কথাও শুনে! বানরের কান্ড দেখে হতবাক নেট দুনিয়া

বানরের কান্ড : স্কুলে আসে ছাত্রদের মতই ক্লাসে বসে এবং শিক্ষকের কথা শুনে

বানর মানেই বন-জঙ্গল, গাছের এডাল-ওডাল। কিন্তু আজকের নিবন্ধে আমরা আপনাকে এমনই এক ঘটনা বলতে চলেছি যেখানে বানরের কান্ড (Monkey Trunk) দেখে আপনি অবাক হবেন। ঝাড়খণ্ডের হাজারীবাগ জেলার একটি স্কুলে বানর আসে। তবে সেখানে তিনি ঘোরাঘুরি বা ফুল ফলের জন্য না। সেখানে তিনি অন্যান্য স্কুল ছাত্রদের মতোই আসে এবং ক্লাসে কিছুক্ষণ বসে আর শিক্ষকদের কথা শুনে। তারপর চলে যায়। বিশ্বাস না হলে ছবিটির দিকে লক্ষ্য করুন।

Monkey in the school

পাঁচ দিন ধরে স্কুলে আসছে বানর :-

আপনাদের হয়তো মনে হতে পারে এটা কি করে সম্ভব, বানর আবার স্কুল (Monkey in school) তার ওপর ছাত্রদের পাশে বসে শিক্ষকের কথা শুনা, ঘটনাটা সত্যিই অবাক করার মতো। তবে আমরা আপনাকে বলি, এই তথ্য স্কুলের প্রধান শিক্ষক নিজে জানিয়েছেন, তিনি বলেন গত ৫ দিন যাবত এই বানর স্কুলে আসছে এবং এমন কাণ্ড করছে।

 

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হাজারীবাগ চৌপাড়ান ব্লকের দানুয়ার একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। স্কুলের অধ্যক্ষ রতন কুমার ভার্মা জানান, গত শনিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর তিনি যখন স্কুলে নবম শ্রেণীতে পড়ান তখন একটি বানর ওই ক্লাসে আছে এবং তার কথা শুনে। তারপর ১২ তারিখ সোমবার, বানর এসে স্কুলের সব ক্লাসে যায়। এরপর ১৩ তারিখ সপ্তম শ্রেণীর ক্লাসে এসে সামনের বেঞ্চে বসে বানর। শিক্ষকের কথা শুনে খানিকক্ষণ পরেই চলে যায়।

Monkey trunk in school

 এ নিয়ে বনদপ্তরের কাছে আবেদন জানান:-

বানরের এমন কান্ড দেখে শুরুতে ছাত্র ও শিক্ষকরা ভয় পেয়েছিল। এবং তাকে ওখান থেকে সরানোর চেষ্টা করলে বানর জেদ নিয়ে বসে ছিল। এরপর স্কুলের প্রধান শিক্ষক ঘটনাটি নিয়ে বনদপ্তর আবেদন করে। এরপর বন্যপ্রাণী অভয়ারণ্য বনকর্মীরা তাকে ধরার চেষ্টা করলেও ধরা দেয়নি। এখন বানরের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে।