গোটা ভারত দখল করলেও ব্রিটিশরা এই দুর্গে পৌঁছাতে পারেনি! কারন জেনে আপনিও হবেন অবাক

গোটা ভারত দখল করলেও ব্রিটিশরা এই দুর্গে পৌঁছাতে পারেনি!

ঐতিহাসিক দুর্গ (Historical Fort) দেখতে চাইলে আপনাকে যেতে হবে রাজস্থানে। এখানে রয়েছে বিশ্বের বিহু বিখ্যাত ও ঐতিহাস দুর্গ রয়েছে। রাজস্থানের (Rajasthan) প্রতিটি শহরেরই একটা না একটা দুর্গের দেখা মিলবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আগ্রা ফোর্ট, পুষ্কর ফোর্ট, আমের ফোর্ট, যোধপুর ফোর্ট ইত্যাদি দুর্গ গুলি। তবে আজ কথা বলবো রাজস্থানের আরেক উল্লেখযোগ্য দুর্গ নিয়ে। যা ভরতপুর শহরে অবস্থিত। চলুন বিস্তারিত জেনে নিন।

Rajasthan Fort

আজ রাজস্থানের লোহাগড় দুর্গ (Lohagarh Fort) সম্পর্কে কথা বলবো। যেটি রাজস্থানের ঐতিহাসিক শহর ভরতপুরে (Bharatpur)অবস্থিত। জানা যায়, ১৭২১ সাল নাগাদ রাজা সুরজমল এই দুর্গটি তৈরি করেছিল। দুর্গটি কৃত্রিম দ্বীপে অবস্থিত। রাজস্থানে যে সমস্ত বিখ্যাত দুর্গ রয়েছে, এটি তার মধ্যে একটি। কথিত রয়েছে যে, এই দুর্গ তৈরি হতে নাকি ৬০ বছর সময় লেগে ছিল।

দুর্গটি সম্পর্কে একটি বিশেষ বিষয়ও রয়েছে। জানা যায়, এই দুর্গটি ব্রিটিশরা লর্ড লেকের নেতৃত্বে বহু বার আক্রম করে দখল করতে চেয়েছিল। তবে ৬ সপ্তাহ ধরে আক্রমণ চালিয়েও তারা ব্যার্থ হয়েছিল। যে ব্রিটিশরা প্রায় ২০০ বছর ভারত দখল করেছিল সেই ব্রিটিশরা কখনোই এই দুর্গ জয় করতে পারেনি। আর এর কারণ দুর্গের দেওয়াল। বলে রাখি, দুর্গের দেওয়াল ৭ মিলিমিটার দীর্ঘ। যা অনায়াসে বন্দুকের গুলি শুষে নিতে পারে।

Lohargarh Fort

লোহাগড় দুর্গ মোট তিনটি অংশে বিভক্ত, যথা : মহল খাস, কামরা মহল এবং বদন সিং মহল। এই দুর্গে রয়েছে দুটি বিখ্যাত টাওয়ার, যথা জওহর বুর্জ এবং ফতেহ বুর্জ। দুর্গের ভিতরের অংশ বর্তমানে জাদুঘরের (Musium) রূপ দেওয়া হয়েছে। এই জাদুঘরে দেখতে পাবেন মধ্যযুগীয় জৈন ভাস্কর্য, যক্ষের খোদাই, অস্ত্রের সংগ্রহ এবং বেশ কিছু পাণ্ডুলিপি। ও শোনা যায় যে, এখানে নাকি প্রাচীন শিবের নটরাজ মূর্তি ও শিবলিঙ্গ রয়েছে।