কর্মচারীকে ১৫০০ কোটি টাকার বাড়ি উপহার দিলেন মুকেশ আম্বানি, কিন্তু কেন? জানুন আসল তথ্য

নিজের দক্ষতা এবং কর্মকাণ্ডের জেরে সংবাদ শিরোনামে প্রায় সময়ই থাকেন এশিয়ার তথা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসায়িক বিষয়, সবকিছু নিয়েই আলোচনা হয় সংবাদে। তবে এবার তাঁর দেওয়া এক উপহারের কারণে আবারও আলোচনার শীর্ষে উঠে এলেন মুকেশ আম্বানি।

জানা গিয়েছে, নিজের এক কর্মচারীকে প্রায় কয়েকশো টাকার বাড়ি উপহার দিয়েছেন ধনকুবের মুকেশ আম্বানি। এই খবর প্রকাশিত হওয়া মাত্রই নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে। এখন  সকলের মুখে মুখে শুধু একটাই প্রশ্ন, হঠাৎ এবং ঠিক কি কারণে নিজের কর্মচারীকে এত দামী উপহার দিলেন এই শিল্পপতি?

img 20230427 202658

জানা গিয়েছে, উপহার দেওয়া এই বাড়ির দাম প্রায় ১৫০০ কোটি টাকা এবং সেই কর্মচারীর নাম মনোজ মোদী (Manoj Modi)। তাঁর আনুগত্য, সততা এবং কঠোর পরিশ্রমের কারণেই এই দামী উপহার পেলেন তিনি। তবে আরও একটা পরিচয় রয়েছে মনোজ মোদীর। আসলে মুকেশ আম্বানি এবং মনোজ মোদী হলেন কলেজবেলার বন্ধু।

কলেজে পড়ার সময় থেকেই তাঁরা বন্ধু ছিলেন। এমনকি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিও তাঁরা একই সঙ্গে অর্জন করেছিলেন। তারপর বিগত বেশকিছু বছর ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রির হয়ে কাজ করছেন মনোজ মোদী।

img 20230427 202643

শুধুমাত্র মুকেশ আম্বানির সঙ্গেই নয়, আম্বানি পিতা ধিরুভাই আম্বানি এবং মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির সঙ্গে অর্থাৎ প্রায় তিন প্রজন্ম ধরে রিয়ালেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন মনোজ মোদী। দীর্ঘদিনের বন্ধুর এমন সততা এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ হন আর এক বন্ধু মুকেশ আম্বানি। আর সেই কারণেই মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে অবস্থিত একটি ২২ তলা বিল্ডিং, যার নাম ‘বৃন্দাবন’, এই প্রাসাদ মনোজ মোদীকে উপহার স্বরূপ দেন মুকেশ আম্বানি। এই বাড়ির দাম প্রায় ১৫০০ কোটি টাকা।