ভারতের UPI এর ফ্যান হলো পুরো বিশ্ব, RuPay জেরে লাভবান হবে ভারতীয়রা

ভারতে প্রতিদিন কয়েক কোটি মানুষ ডিজিটাল মাধ্যমের সাহায্যে তাদের টাকা আদান প্রদান করছেন। আর এক্ষেত্রে যে দেশীয় পেমেন্ট বিকল্পটি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে সেটি হল ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই(UPI). কারণ দ্রুততার সাথে কোনোরকম ট্রানজেকশন চার্জ ছাড়াই বড় বড় লেনদেন করা সম্ভব হচ্ছে এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। সুতরাং অনলাইনে পেমেন্ট করবার সবথেকে ভরসা যোগ্য মাধ্যম হয়ে উঠেছে ইউপিআই (UPI). তবে জানিয়ে দিই, ভারত ছাড়াও আরব আমিরাত(UAE), সিঙ্গাপুর, নেপাল, ভুটান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই চালু হয়ে গেছে UPI পরিষেবা। আর খুব শীঘ্রই ওয়েস্টার্ন দেশ ফ্রান্সেও(France)ব্যাবহার করা যাবে ভারতের ইউপিআই(UPI) এবং রূপেয় কার্ড (RuPay)।

Rupay Card

সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইন্টারন্যাশনাল ফ্রান্সের পেমেন্ট সলিউশন কোম্পানি লাইরা নেটওয়ার্কের(Lyra Network) সাথে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছেন। স্বাক্ষরিত সেই এমওইউ অনুসারে খুব শীঘ্রই ভারতীয় নাগরিকরা ফ্রান্সে তাদের ইউপিআই(UPI) বা রূপেয় কার্ড (RuPay Card) দিয়ে অর্থ প্রদান করতে সক্ষম হবে। একিসঙ্গে এই পদক্ষেপের পর ফ্রান্স (France) হতে চলেছে প্রথম ইউরোপীয় দেশ, যেখানে ভারতের এই দুটি জনপ্রিয় পেমেন্ট সিস্টেম চালু হতে চলেছে।

ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ফ্রান্সে UPI, RuPay লঞ্চের জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক সংক্রান্ত খবরটি ঘোষণা করেছেন এবং সাথে তিনি জানিয়েছেন ফ্রান্সের যেখানে যেখানে লাইরা (Lyra ) নেটওয়ার্কের টার্মিনাল বা মেশিন রয়েছে, সেখানেই ভারতীয় নাগরিকরা UPI এবং RuPay কার্ড দিয়ে অর্থ প্রদান করতে পারবেন। যার ফলে আগামী দিনে ভারত থেকে আসা ছাত্র এবং পর্যটকদের জন্য অর্থপ্রদান করা অনেক সহজ হয়ে উঠবে বলে তিনি মনে করছেন।

 

 

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এএনআইকে (ANI) জানিয়েছেন “ভারত এক মাসে প্রায় ৫. ৫ বিলিয়ন অর্থের ইউপিআই লেনদেন হয়। ফ্রান্সের সাথে আজকের সমঝোতা স্মারক আমাদের জন্য একটি বড় অর্জন।” এছাড়া এই পদক্ষেপটি RuPay- ক্রেডিট কার্ডের ব্যবহারকেও বহু গুণ বাড়িয়ে দেবে। RuPay কার্ডের অর্থপ্রদান পরিষেবা ব্যবস্থাটি ২৬ শে মার্চ ২০১২ সালে ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন প্রবর্তিত হয়েছিল এবং চালু করেছিল। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ RBI-এর ঘোষণার পরে এই কার্ডকে খুব শীঘ্রই UPI নেটওয়ার্কের সাথে লিঙ্ক করা হবে। যা ব্যবহারকারীদের UPI অ্যাপগুলি ব্যবহার করে তাদের Rupay ক্রেডিট কার্ড দিয়ে অর্থপ্রদান করার অনুমতি দেবে।