আজই বাড়িতে নিয়ে আসুন এই পোর্টেবল এয়ার কন্ডিশনার, বরফের মত ঠান্ডা থাকবে আপনার ঘর

প্রবল দাবদাহে পুড়ছে বাংলার মানুষ। এই সময় ঘর থেকে বাইরে বেরোলেই যেন অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে সকলকে। গ্রীষ্মের প্রখর রোদে গাছপালা, নদীনালা, পুকুর, খাল বিল শুকিয়ে যাওয়ার পাশাপাশি জরাজীর্ণ অবস্থা হচ্ছে প্রাণীকুলের। এই পরিস্থিতি থেকে বাদ যাচ্ছে না বাংলার মানুষও।

গরমের হাত থেকে বাঁচতে বেশিরভাগ বাড়িতেই একাধিক এসি (air conditioner) চালাতে দেখা যাচ্ছে। তবে এসির খরচ বহন করা সকলের পক্ষে সম্ভব হয়ে না পড়ায়, অনেকেই আবার কদিনের ছুটিতে ঘুরে আসছেন কোন ঠান্ডার জায়গা থেকে। তবে যারা এই সময় সিমলা কিংবা মানালি যেতে পারছেন না, তাঁরা নিজেদের বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সিমলা মানালির মত আবহাওয়া।

img 20230418 134509

পোর্টেবল এয়ার কন্ডিশনারের (portable air conditioner) সাহায্যে আপনি আপনার ঘরকেই বানিয়ে ফেলতে পারবেন এক ঠান্ডার ভ্রমণ স্থান। যেখানে আপনি এবং আপনার পরিবারের সকলে বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারবেন এবং গরমে সেদ্ধ হওয়ার হাত থেকে রক্ষাও পাবেন।

দামের দিক থেকে বেশ অনেকটাই কম রয়েছে এই পোর্টেবল এয়ার কন্ডিশনার। অ্যামাজনে ১৮৭৩৮ টাকা দাম দেখালেও, ৭৪ শতাংশ ডিসকাউন্ট দিয়ে যার দাম পড়ছে ৪৮১০ টাকা। এই পোর্টেবল এয়ার কন্ডিশনারের ওজন এতোটাই হালকা যে, এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবেন।

img 20230418 134533

৫০০ মিলি জলের ট্যাঙ্ক রয়েছে এই পোর্টেবল এয়ার কন্ডিশনারে। ট্যাঙ্কে জল ভরে বোতাম টিপে দিলেই, ৩-৪ ঘন্টা শীতল থাকবে আপনার ঘর। এই মেশিন সামান্য আওয়াজ করলেও, খুব অল্প সময়ে আপনার বাড়ির পরিবেশকে একেবারে ঠান্ডা করে দেবে। এককথায় কুলারের মতই কাজ করবে এই পোর্টেবল এয়ার কন্ডিশনার। এসির থেকে বেশ কিছুটা খরচ কম হলেও আপনি বেশ ঠান্ডায় কিছুক্ষণ কাটাতে পারবেন।