কঠিন পদক্ষেপ নিল কেন্দ্র, বাতিল করল এই অভিনেতার নাগরিকত্ব!

ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড বাতিল করা হল অভিনেতা ও সমাজকর্মী চেতন কুমারের (Chethan Kumar)। শনিবার এমনই অভিযোগ করেছেন তিনি। তিনি জানান , আগামী ১৫ দিনের মধ্যে ওই কার্ড তাঁকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

চেতন জানান, ২৮ শে মার্চ তারিখ দেওয়া একটি চিঠি পেয়েছেন ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) পক্ষ থেকে। সেখানে পরিষ্কার করে এই ওসিআই কার্ড ফেরত দেওয়ার কথা লেখা রয়েছে। তবে এটাই প্রথমবার নয়, আগেও ২০২২ সালের জুনে এফআরআরও একটি কারণ-দর্শানোর নোটিশ দিয়েছিল মার্কিন নাগরিক চেতনকে। চেতন বিচারকদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, ‘দেশবিরোধী’ কার্যকলাপ করেছে বলে ওই নোটিশে অভিযোগ করা হয়েছিল এবং কেন তাঁর ওসিআই কার্ড বাতিল করা উচিত নয়, সেই বিষয়ে চেতনের থেকে কারণ জানতে চাওয়া হয়েছিল।

img 20230417 192638

সেইসময় চেতন জানিয়েছিলেন, তিনি একজন ভারতীয় নাগরিককের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং বহুবছর ধরে তিনি ভারতে একজন সমাজকর্মী এবং চলচ্চিত্র নির্মান সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু চেতনের সেই উত্তর ‘অসন্তোষজনক’ বলে দাবী করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

img 20230417 192628

তবে এবার ওসিআই কার্ড বাতিল করার বিষয়ে চেতন বলেন, ‘এই বিষয়ে কর্ণাটক হাইকোর্টের কাছে গিয়ে কি করা যায়, সেই বিষয়ে জানতে চাইব। বিচারকের বিরুদ্ধে সমালোচনা এবং কোভিড-১৯ নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে। এসব যদিও আমি কিছুই করিনি। মানুষ অন্যায় ও অসমতা নিয়ে প্রশ্ন করুক, এটা শাসক চায় না। তবে এটা নিয়ে এক উন্নত সমাজ গড়ে তোলার জন্য আমি লড়াই চালিয়েই যাব’।