মাত্র ৩২ বছর বয়সেই ৩৬৯ কোটি টাকার মালিক! দুবাইতে ব্যবসাও রয়েছে গৌরব চৌধরির

তরুণ প্রজন্মের কাছে অর্থ উপার্জনের নতুন দিগন্ত উন্মোচন করেছেন ইউটিউব (youtube)। এটি এমন এক প্ল্যাটফর্ম, যেখানে কোন ভিডিও আপলোড করে পোস্ট করেই লাখপতি হচ্ছেন হাজার হাজার মানুষ। তবে সেই ভিডিওর কনটেন্ট হতে হবে নেটিজনদের পছন্দ মতন। তবেই সেই ইউটিউব চ্যানেলে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না।

বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের মধ্যে অনেকেরই এখন এই পথেই পা বাড়তে আগ্রহ দেখা যাচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়র নন, অনেকেই এখন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন এবং স্ট্রাগলও করছেন। তবে সফল ইউটিউবারদের মধ্যে অন্যতম হলেন রাজস্থানের অজমেঢ়ের বাসিন্দা গৌরব চৌধরি (gaurav choudhary)। রাজস্থানের বাসিন্দা হলেও, বর্তমান সময়ে গৌরবের ঠিকানা দুবাই।

img 20230417 191832

 

‘টেকনিক্যাল গুরুজি’ পরিচিত গৌরবের ‘টেকনিক্যাল গুরুজি’ এবং ‘গৌরব চৌধরি’ নামে দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। তাঁর সম মিলিয়ে মোট ফলোয়ারের সংখ্যা হল ২.৭ কোটি। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় টেক চ্যানেল হল ‘টেকনিক্যাল গুরুজি’, যা গৌরব চৌধরীর চ্যানেল।

img 20230417 191814

জানিয়ে রাখি, ১৯৯১ সালে রাজস্থানের অজমেঢ়ে জন্মগ্রহণ করা গৌরব মাত্র ৩২ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। তবে ইউটিউবের পাশাপাশি আরও একটি ব্যবসা রয়েছে গৌরবের। দুবাইয়ের বিআইটিএস পিলানি থেকে মাইক্রো ইলেকট্রনিক্স নিয়ে পড়াশুনা শেষ করার পর বর্তমানে ইউটিউবার গৌরব আবার দুবাই পুলিশকে নিরাপত্তার নানা সরঞ্জাম সরবরাহ করে। রয়েছেন দুবাই পুলিশের সিকিউরিটি সিস্টেমের ইঞ্জিনিয়র পদে।

img 20230417 191754

পড়াশুনা শেষ করে ২০১৫ সালে এই ইউটিউব চ্যালেন খুলেছিলেন গৌরব। তারপর থেকে স্ট্রাগল করে নিজের চ্যানেল দাঁড় করিয়ে বর্তমানে একদিনে ইউটিউব এবং অন্যদিকে ব্যবসা, দুই বিভাগ থেকেই মোটা টাকা আয় করছেন গৌরব। পাশাপাশি দুবাইয়ে প্রায় ৬০ কোটি টাকার বাড়িতে থাকেন গৌরব। তাঁর কাছে বিএমডব্লিউ থেকে শুরু করে মার্সিডিজ়, পোর্শে, রেঞ্জ রোভার, রোলস রয়েসের মতো নামী সংস্থার মোট ১১ টি গাড়ি রয়েছে। বর্তমান সময়ে তাঁর মাসিক আয় প্রায় ১ কোটি টাকা এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৬৯ কোটি টাকা।