আকর্ষণীয় দাম, দুর্দান্ত লুক! ভারতে তরতরিয়ে বাড়ছে এই পাঁচ এসইউভির চাহিদা…

বর্তমানে ভারত (India) এ এসইউভি (SUV) গাড়ির বিক্রি আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। বলা যায় আজ থেকে বেশ কয়েক বছর আগেও এই গাড়ির এতো চাহিদা ছিলোনা। এসইউভির এই গাড়ি লঞ্চ হওয়ার ফলে চিত্রই বদলে গিয়েছে ভারতে (India) র। বাজারে এখন আগের থেকে বেশি বিকোচ্ছে এই গাড়িগুলি। আসুন জেনে নেওয়া যাক কোন মডেলগুলির চাহিদা তুঙ্গে।

আরো পড়ুনঃ চন্দ্রযান ৩ অভিযানে টাটা গ্রুপের রয়েছে বড় ভূমিকা, টুইটারের বিশেষ পোস্টে আবেগে ভাসলো ভারতবাসীরা…

মাহিন্দ্রা স্করপিও-এনঃ প্রথমেই আসা যাক এই গাড়ির কথায়। মাহিন্দ্রার চাহিদা এখন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এই সিরিজের বেশ কয়েকটি মডেলের মধ্যে রয়েছে স্করপিও, ক্লাসিক স্করপিও,এবং স্করপিও-এন। এর মধ্যে স্করপিও-এন লঞ্চ হয়েছে ২০২২সালে। তাই এই মডেল এখন বেশি বিক্রি হচ্ছে।  মার্কেটে এই গাড়ির দাম হল ১৩.০৫ থেকে ২৪.৫১ লাখ টাকা।

মাহিন্দ্রা থারঃ এই বছর গাড়িটি নতুন কম্প্যাক্ট লুকে লঞ্চ হয়েছে। যদিও এই গাড়ির প্রথম এডিশন ২০১০ সালে এসেছিলো । মার্কেটে মাহিন্দ্রা থার-এর দাম ১০ লাখ থেকে  ১৬.৪৯ লাখ এর মত।  তবে এতো বছর পরেও কিন্তু এই গাড়ির জনপ্রিয়তা এতোটুকুও কমে নি। তাই নতুন এডিশন মার্কেটে আসতেই ফের বাড়ছে চাহিদা। 

Mahindra Thar in India

টাটা পাঞ্চঃ এই গাড়িটি প্রথম লঞ্চ করেছিলো ২০১৯ সালে। চার বছর পরেও এই গাড়ির চাহিদা রয়ে গিয়েছে। কারণ এই গাড়িটি যেমন সুরক্ষিত তেমন বাজেট ফ্রেন্ডলি।  বাজারে এএই গাড়ির দাম হল প্রায় ৬ লাখ টাকা। কিন্তু এই গাড়িটির সব দিক থেকেই আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

আরো পড়ুনঃ গর্বের মুহূর্ত! এই বিশেষ কারণে স্বর্ণপদক পেলো হাওড়া রেল স্টেশন …

Tata punch in india

হুন্ডাই ক্রেটাঃ এই গাড়িটি বাজেট এবং সুরক্ষা দুই দিক থেকেই গ্রাহকদের কাছে গ্রহনযোগ্য হয়েছে। মার্কেটে এই গাড়ির দাম হল ১০.৮৭ লাখ থেকে ১৯.২০ লাখ টাকা। চাহিদার কথা মাথায় রেখে আগামী দিনে আরও অনেক কম্প্যাক্ট এসইউভি আনার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা।  গাড়ির লুক এবং বেশ কয়েকটি কালার থাকার কারণে মার্কেটে এই গাড়ির হাই ডিমান্ড থাকে।