১২ জন ভারতীয় বোলারের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারী করল বোর্ড! শুনেই মাথায় হাত IPL-র

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল (Indian Premier League)। যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমী মানুষদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই টিকিট ছাড়তে না ছাড়তেই দেখা যাচ্ছে হাউসফুল হয়ে গিয়েছে গ্যালারি। আর এটা দেখেই বোঝা যাচ্ছে, কিভাবে মানুষজন অপেক্ষা করে রয়েছে এই খেলা দেখার জন্য।

তবে এরই মধ্যে আইপিএল প্রসঙ্গে এক খারাপ খবর পেকাশ্যে এল। ১২ জন ভারতীয় বোলারের উপর নিষেধাজ্ঞা জারী করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ বোর্ডের চুক্তির আওতায় থাকা বোলারদের উপর যাতে বেশি চাপ না দেওয়া হয়, সেবিষয়ে নির্দেশ দিল বোর্ড। এই বিষয়টা সকল ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েও দেওয়া হয়ে গিয়েছে বোর্ডের পক্ষ থেকে।

img 20230327 191749

এমন নির্দেশের বিষয়ে জানা গিয়েছে, আইপিএলের পরেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক দিনের বিশ্বকাপ। সেই কারণেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে এই প্রতিযোগিতায় সকল খেলোয়াড় যাত সুস্থভাবে থাকেন, সেইজন্যই এমন নির্দেশিকা জারী করা হয়েছে বিসিসিআইর পক্ষ থেকে।

জানা গিয়েছে, মোট ১২ জন ভারতীয় বোলারের উপর এমন নির্দেশিকা রাখা হয়েছে। যে বিষয়ে ইতিমধ্যেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিয়ো নীতিন পটেল ও ভারতীয় দলের ফিজিয়ো সোহম দেশাই জানিয়ে দিয়েছেন আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ফিজিয়োদের। যাতে এই বোলারদের কোনরকম চোট না লাগে সেবিষয়েও নজর রাখতে বলা হয়েছে।

img 20230327 191734

সেইসঙ্গে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় এই ১২ জন বোলার যাতে নেটে তাঁরা অতিরিক্ত বোলিং না করেন। তাঁরা যেন ফিল্ডিং অনুশীলন অবশ্যই করেন। তবে মে মাসের শেষ সপ্তাহ থেকে নেটে এই বোলাররা বোলিং-র সময়া বাড়ালেও, যদি কোনরকম কোন সমস্যা হয় বোলাদের, তাহলে তৎক্ষণাৎ বোর্ডের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি, এই ১২ জন বোলারের তালিকায় রয়েছে- রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চহাল, গুজরাত টাইটান্সের মহম্মদ শামি, সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও ওয়াশিংটন সুন্দর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ়, কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব ও শার্দুল ঠাকুর, চেন্নাই সুপার কিংসের দীপক চাহার এবং দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ও অক্ষর পটেল।