অডিশন না দিয়েই পেয়েছিলেন সিনেমায় চান্স, শুনলে চমকে যাবেন কতগুলো ডিগ্রি রয়েছে রশ্মিকার

দক্ষিণের বিনোদন দুনিয়ার অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (rashmika mandanna)। ইতিমধ্যেই যাকে জাতীয় ক্রাশ বলা হচ্ছে। নিজের রূপ, সৌন্দর্য্য এবং অভিনয় দক্ষতা দিয়ে ঘায়েল করে দিয়েছে কোটি কোটি ভক্তদের হৃদয়।

১৯৯৬ সালের ৫ ই এপ্রিল কর্ণাটকের ভিরাজপেটে জন্মগ্রহণ করেছিলেন রশ্মিকা। দুই বোনের মধ্যে রশ্মিকা বড় হওয়ায় তিনি তাঁর বাবা-মায়ের প্রিয়তম সন্তান ছিলেন। তাঁর সমস্ত সিদ্ধান্তেই তাঁকে সমর্থন করতেন তাঁর বাবা মা। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন থাকলেও, কখনই পড়াশুনাকে দ্বিতীয় পছন্দ হিসাবে বেছে নেননি রশ্মিকা।

img 20230410 130353

কোর্গ পাবলিক স্কুল, কোডাগু থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে টেলিভিশন বিজ্ঞাপন এবং মডেলিং ইভেন্টে কাজ শুরু করেন রশ্মিকা। এর পাশাপাশি তিনি পড়াশোনার জন্য প্রি-ইউনিভার্সিটি কোর্স করার জন্য মহীশূরের ইনস্টিটিউট অফ কমার্স অ্যান্ড আর্টসে ভর্তি হন। এখান থেকে পড়াশুনা শেষ করে উচ্চতর শিক্ষার জন্য ব্যাঙ্গালোরের রামাইয়া কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্সে ভর্তি হন রশ্মিকা। জানা যায়, কলেজ জীবনে ইংরেজি সাহিত্য, মনোবিজ্ঞান এবং জার্নালিজমে ডিগ্রি অর্জন করেছেন এই অভিনেত্রী।

img 20230410 130407

তবে চলচ্চিত্রে প্রবেশের পূর্বে একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রশ্মিকা। আর সেখানে বিজয়ী হওয়ার পর পত্রিকায় তাঁর ছবি প্রকাশিত হওয়ার পর সেই ছবি দেখেই এক কন্নড় ছবির প্রযোজকের চোখে পড়েন তিনি। এইভাবে কোনরকম অডিশন ছাড়াই ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন রশ্মিকা।

img 20230410 130420

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রশ্মিকাকে। দিতে থাকেন একের পর এক হিট চলচ্চিত্র উপহার। এইভাবে ২০২১ সালে রশ্মিকা অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পুস্পা’ বিনোদিন দুনিয়ায়র অন্যতম একটি ব্লবাস্টার চলচ্চিত্র ছিল। দর্শকদের ভালোবাসার কারণে খুব শীঘ্রই এই চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব মুক্তি পেতে চলেছে।