মুকেশ আম্বানির মুকুটে নতুন পালক, নতুন রেকর্ড এর দরুন খুশির হাওয়া আম্বানি পরিবারে

মুকেশ আম্বানির মুকুটে নতুন পালক

বর্তমানে ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী ব্যাক্তি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যিনি রিলাইয়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। রিলাইয়েন্স গ্রুপের (Reliance Group) বিভিন্ন ক্ষেত্রে ব্যাবসায়িক পরিধি বিস্তৃত। মুকেশ আম্বানির নেতৃত্বে রিলাইয়েন্স গ্রুপ সমগ্র বিশ্বে পরিচিত একটি কোম্পানির। এবার এই কোম্পানির দুটি শাখা বিশ্বের ১০ সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় (World’s Most 10 Valued Companies list)রয়েছে। চলুন বিস্তারিত জেনে নিন।

Reliance

আসলে সম্প্রতি আর্থিক প্রযুক্তি সংস্থা টিপল্টির র‌্যাঙ্কিং রিপোর্ট (Tipalti Ranking Report) প্রকাশ করেছে। এই রিপোর্টে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলির তালিকা দেওয়া হয়েছে। যেখানে সেরা ১০ এ জায়গা করে নিয়েছে রিলাইয়েন্স গ্রুপের রিলাইয়েন্স রিটেল (Reliance Retail) ও রিলাইয়েন্স জিও (Relience Jio)। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে রিলাইয়েন্স রিটেল এবং জিও রয়েছে সপ্তম স্থানে।

জানিয়ে রাখি যে, প্রতি বছর ক্রাঞ্চবেস ও ট্র্যাক্সনের তথ্যের উপর ভিত্তি করে টিপল্টির র‌্যাঙ্কিং প্রতিবেদন প্রকাশ করে থাকে। এই বছরও এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাতেই ৬৩ বিলিয়ন ডলার বাজার মূল্যের সাথে রিলাইয়েন্স রিটেল ষষ্ঠ স্থান দখল করেছে। অন্যদিকে ৫৮ বিলিয়ন ডলার বাজার মূল্য নিয়ে জিও রয়েছে সপ্তম স্থানে।

Space X

টিপল্টি রিপোর্টে বলা হয়েছে যে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট-আপ ইকোসিস্টেম ধরে রেখেছে। চীন থেকে শুরু করে আমেরিকা সারা বিশ্বের মূল্যবান কোম্পানিগুলি এই তালিকায় জায়গা পেয়েছে। এই তালিকায় ১০০ বিনিয়ন ডলারের বেশি বাজার মূল্য নিয়ে শীর্ষ প্রথম তিনে রয়েছে যথাক্রমে বাইটড্যান্স (ByteDance), অ্যান্ট গ্রুপ (Ant Group) এবং ইলন মাস্কের স্পেসএক্স (SpaceX)। এই তালিকায় ইলন মাস্কের স্পেসএক্সকে ১৮০ বিলিয়ন ডলার বাজার মূল্য নিয়ে পিছনে ফেলেছে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স।