হার মানবে পাহাড়ের উচ্চতাও! ৩৩১ কোটি টাকা খরচে তৈরি হতে চলেছে ভগবান বুদ্ধের সবচেয়ে উঁচু মন্দির

৩৩১ কোটি টাকা খরচে তৈরি হতে

সমগ্র পৃথিবীতে রয়েছে বিভিন্ন উচ্চতার স্থাপত্য। আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি (Statue Of Library) থেকে শুরু করে চিনে স্প্রিং টেম্পেল বুদ্ধ (Spring Temple Buddha), জাপানের উশিকু দায়বাৎসু বুদ্ধ মূর্তি (Ushiku Daibutsu), ভারতের স্ট্যাচু অব ইউনিটি (Statue Of Unity) সহ আরো অনেক স্ট্যাচু রয়েছে। প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হলো ১৮২ মিটার স্ট্যাচু অব ইউনিটি। অন্যদিকে বিশ্বের সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তি হলো জাপানের উশিকু দায়বাৎসু বুদ্ধ মূর্তি, যার উচ্চতা ১০০ মিটার। এবার আরো একটি নতুন বৌদ্ধ মূর্তি তৈরি হতে চলেছে, যা হবে বিশ্বের সবচেয়ে উচ্চ বৌদ্ধ মূর্তি (World Tallest Buddha Statue)। চলুন বিস্তারিত জেনে নিন।

Spring Temple Buddha

কম্বোডিয়ায় (Cambodia) নির্মিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে উচ্চ বৌদ্ধ মূর্তি। কম্বোডিয়ার এক ব্যাবসায়ী এই মূর্তিটি তৈরি করতে চলেছেন। এই ব্যাবসায়ীর নাম সোক কং (Soc Kong)। যিনি নিজ অর্থ খরচ করে এই মূর্তিটি বানাবে বলে সিন্ধান্ত নিয়েছেন। এটি ৯৩ মিটার লম্বা স্ট্যাচু অফ লিবার্টির থেকেও লম্বা হতে চলেছে। মূর্তিটি বোকর পাহাড়ের উপর নির্মাণ করা হবে।

 

ইতিমধ্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন (PM Of Cambodia Hun Sen) এই মূর্তি নির্মাণ করার জন্য অনুমোদ দিয়েছে। মূর্তিটি কেমন হবে? তার একটি নকশা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে মূর্তিটি সোনালী রঙের হবে। শত শত সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। মূর্তির চারপাশে থাকবে ছোট ছোট সমাধি। যা দেখতে খুবই দর্শনীয় হবে।

Buddha

কম্বোডিয়ায় নির্মিত এই মূর্তিটিই হবে বিষয়র সবচেয়ে লম্বা বৌদ্ধ মূর্তি এবং বিশ্বের চতুর্থ উচ্চতম মূর্তি। যার উচ্চতা ১০৮ মিটার। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তি উশিকু দায়বাৎসু বুদ্ধ মূর্তি। জাপানে অবস্থিত এই মূর্তিটির উচ্চতা ১০০ মিটার। এই মূর্তিকেও ঝাঁপিয়ে যাবে কম্বোডিয়ার মূর্তিটি। খরচ হবে ৩৩১ কোটি টাকা। যদিও এখনো নির্মাণ কাজ শুরু হয়নি।