কেন পুরোন ফোনের বদলে নতুন ফোন দেওয়া হয় গ্রাহকদের? কোম্পানির প্ল্যান শুনলে মাথা ঘুরে যাবে

আজকের যুগের মানুষ ঘরে বসেই সব কাজ করে নিতে পারছে। বাজার করা থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, জামা কাপড় কেনা, টাকা পাঠানো, ভ্রমণের টিকিট থেকে শুরু করে ঘর বুকিং সমস্ত কিছুই ঘরে বসে ফোনের (mobile) মাধ্যমেই করে ফেলতে পারছে। সেই কারণে বাজারে প্রতিনিয়তই নিত্যনতুন ফোনের আগমন ঘটতে দেখা যাচ্ছে। কিছু এমন মানুষ আছেন যারা নিজেদের ফোন কিছুদিন ব্যবহার করতে না করতেই, নতুন ফোন কেনার জন্য উদগ্রীব হয়ে পড়েন এবং নতুন মডেলের এবং আপডেটেড কোন ফোন কিনে নিয়ে আসেন।

তবে নতুন ফোন তো কিনলেন, তাহলে আপনার পুরোন ফোনটা কি হবে? সেটা তো আর ফেলে দেওয়া যায় না। অনেকে সেটা কাছের কাউকে দেন ব্যবহার করার জন্য। আবার অনেকে সেটা বিক্রি করে দিয়েই, তার সঙ্গে আর কিছু টাকা দিয়ে কিনে আনেন একটা নতুন ফোন। তবে কি ভেবে দেখেছেন এতে কার বেশি লাভ হচ্ছে?

img 20230422 000432

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, দোকানগুলোতে ক্রেতার পুরনো ফোন কিনে নেন দোকানদার। পুরোন ফোনের বদলে প্রাপ্ত টাকা এবং সেইসঙ্গে আরও কিছু টাকা দিয়ে নিজের পছন্দ মতন নতুন ফন কিনে নেন গ্রাহক। তবে এই ধরনের সুবিধা আপনি দোকানে গিয়েও পেতে পারেন, আবার বাড়িতে বসে অনলাইনেও পেতে পারেন।

img 20230422 000600

এক্ষেত্রে দোকানদার এই পুরোন ফোনগুলোর ত্রুটিগুলি দূর করে বেশি দামে বিক্রি করে দেয়। আবার এক্সচেঞ্জ অফারে কমিশন পাওয়ার সঙ্গে সগে বেশি ফোন বিক্রি হলে, ফোনের কোম্পানি থেকে আলাদা করে সুবিধাও পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে কোম্পানি বাজারে নিয়ে আসা তাঁদের নতুন মডেলের ফোনের দিকে মানুষকে আকৃষ্ট করতে পারে এবং তাঁদের বিক্রি বৃদ্ধি পায়।