কেন পাবলিক টয়লেটের দরজা উপরে নীচে কিছুটা কাটা থাকে? জানুন এর পেছনের আসল রহস্য

বাড়ি হোক কিংবা কর্মস্থান, বাথরুম সব জায়গাতেই একটি গুরুত্বপূর্ণ স্থান। শুধু মাত্র বাড়ি কিংবা কর্মস্থানই নয়, স্কুল, কলেজ, অফিস, আদালত, এমনই সিনেমা হল, শপিং মল সর্বক্ষেত্রেই টয়লেট থাকতে দেখা যায়। আর দেখা এই সকল পাবলিক টয়েলেটের (public toilet) দরজা কিছুটা ভিন্ন ধরনের হয়ে থাকে।

সাধারণত দেখা যায়, পাবলিক টয়লেটের মাথার দিক থেকে কিছুটা অংশ এবং পায়ের দিক থেকে কিছুটা অংশ কাটা থাকে। তবে জানেন কি কেন এমন থাকে পাবলিক টয়লেটের দরজা?

img 20230216 215314

পাবলিক টয়লেটে মানুষের যাতায়াত বেশি থাকায়, বাথরুম সর্বদা পরিষ্কার রাখা যায়। তাই মেঝেতে থাকা জল পরিষ্কার করতে গেলে, দরজা নীচের দিক থেকে কিছুটা কাঁটা থাকলে সুবিধা হয়। সেইসঙ্গে বার বার দরজায় জল লেগে তা নষ্ট হওয়ার প্রবণতাও কমে যায়। দরজার কাঁটা অংশ দিয়ে বায়ু চলাচল হওয়ার ফলে, বাথরুম তাড়াতাড়ি শুকিয়েও যায়।

আবার অনেক সময় দরজার এই কাটা অংশ দিয়ে ভেতরে থাকা ব্যক্তির পা দেখে বোঝা যায়, ভেতরে কোন মানুষ রয়েছেন। যার ফলে বাইরে অপেক্ষারত ব্যক্তিকে আর দরজায় কড়া নাড়তে হয় না।

img 20230216 215303

যদি এই পাবলিক টয়লেটে গিয়ে কেউ আটকে যান, কিংবা অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে এরকম দরজা থাকলে, তা দিয়ে সহজেই ভেতরে ঢুকে যাওয়া যায়। আর ভেতরে আটকে পরা মানুষটিকে বের করা যায়।

আবার অনেক সময় এই পাবলিক টয়লেটের কাটা অংশ দিয়ে ভেতরে থাকা ব্যক্তি বাইরের মানুষের সঙ্গে কথাও বলতে পারে।

অনেক সময় দেখা যায় পাবলিক টয়লেটে মানুষজন বিড়ি, সিগারেট খেয়ে থাকেন। সেক্ষেত্রে ধূমপানের ধোয়া সহজেই দরজার কাটা অংশ দিয়ে বেরিয়ে যেতে পারে।