বঙ্গোপসাগর গভীর নিম্নচাপ! ফের ভাসবে দক্ষিনবঙ্গর পাঁচ জেলা, কমবে প্যাচপ্যাচে গরম

Weather Update of west bengal

আবহাওয়া সূত্রের ( Weather Update) খবর আগামীকাল থেকে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিনবঙ্গে। উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি  শক্তি সঞ্চয় করে ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। যার জেরেই আগামীকাল থেকে দক্ষিনবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। এছাড়াও আগামীকাল থেকে  বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরো পড়ুনঃ ট্রেন থেকে উধাও নববধু! কিষাণগঞ্জ রেলষ্টেশনের ঘটনায় পুলিশি তৎপরতায় চলছে তুমুল তল্লাশি, এখনো অধরা অপরাধিরা

হাওয়া অফিসের পূর্বাভাস আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় আবার অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অবশ্য কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ঠিকই কিন্তু বৃহস্পতি থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে। গতকালও রাত থেকে দফায় দফায় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে বাতাসে একটু স্বস্তি ফিরেছিলো ঠিকই কিন্তু সকাল হতেই ফের বেড়েছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই একটা চরম অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্যবাসী।  বিগত কয়েক দিন ধরেই বাড়ছে তাপমাত্রা, আগের সপ্তাহে নিম্নচাপের কারণে যেভাবে বৃষ্টি হয়েছিলো তাতে একটু হলেও পরিস্থিতি স্বাভাবিক ছিলো।

Weather update of West Bengal

কিন্তু গত শনিবার থেকেই আবহাওয়া ফের বদলাতে শুরু করেছে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ায় যথেষ্ট অসুবিধায় পড়েছে রাজ্যবাসী। সকালে রোদ, বিকেলে ছিটেফোটা বৃষ্টির জেরে হাঁসফাঁস অবস্থা আমজনতার। অন্যদিকে গত বছরের তুলনায় এই বছর বেশ কিছু জায়গায় ভালোই বৃষ্টি হয়েছে। আবহাওয়া সূত্রের ( Weather Update) খবর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে এই আবহাওয়ার হের ফের হচ্ছে।

Heavy rain in bengal

আরো পড়ুনঃ Optical Illusion! ভালো করে দেখুন ছবিটি, এই Alter শব্দেই লুকিয়ে আছে After, খুঁজতে পারলেই জানবেন আপনার আছে প্রখর বুদ্ধি

অন্যান্য জায়গার তুলনায় এ বছর দক্ষিনবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি, তাই মনে করা হচ্ছে এবার সেই ঘাটতির পরিমান মিটতে চলেছে। যেভাবে সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাতে ছয় জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে বৃষ্টির বাড়লে তাপমাত্রাও আগের থেকে একটু কমতে পারে বলে মনে করা হচ্ছে।