আবহাওয়া দফতরঃ স্বস্তির বৃষ্টিতে মস্তিতে বঙ্গবাসী, ভারী বর্ষণের দাপট দেখা যাবে বাংলার এই সব জায়গায়

স্বস্তির বৃষ্টিতে বেজায় খুশি বঙ্গবাসী। গতকাল রাত থেকেই একনাগাড়ে হয়ে চলা বৃষ্টির (rain) কারণে বেশ কিছুটা কমেছে কলকাতার (kolkata) তাপমাত্রার পারদ। মঙ্গলবার সারারাতের পর বুধবার সকালের দিক থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে গিয়েছে। রোদের দেখা না মিললেও, ধরেছিল বৃষ্টি ধারা। তবে আবারও দু এক ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।

চাদিফাটা গরমের হাত থেকে রক্ষা পেয়ে বেশ খুশিতেই রয়েছেন এখন বাংলার মানুষ। চারিদিকে থৈথৈ করা জল দেখে বেশ স্বস্তিতে এখন বঙ্গবাসী। প্যাচপ্যাচে গরমের হাত থেকে মুক্তি পেতেই যেন উৎসবের জোয়ার বইছে চারিদিকে। এরই মধ্যে আবার রাস্তায় জল জমে যাওয়া, ছাতা নিয়ে গন্তব্যে পৌঁছাতে হলেও, এর মধ্যে যেন স্বস্তি রয়েছে মানুষজনের মধ্যে।

rain

এসবের মধ্যে বদলে যাওয়ার আবহাওয়ায় (weather report) কেউ কেউ আবার সকালের দিকে গায়ে চাদরও দিয়েছেন। যেখানে কিছুদিন আগে এসির ঠাণ্ডা হাওয়ায় শরীর জুড়াত, সেখানে এখন অনেকেই পাখা অবধি চালাচ্ছেন না। হঠাৎ করেই এই বৃষ্টির দাপটে চারিদিকে কিছুটা শান্তির পরিবেশও বিরাজ করছে।

এরই মধ্যে আবার মানুষের মনে প্রশ্ন জেগেছে, কতদিন চলবে এই স্বস্তির বৃষ্টি? এবিষয়ে আলিপুর আবহাওয়া দফতর (weather office) থেকে জানানো হয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে উত্তর ২৪ পরগণা, বারাসাত, উল্টোডাঙ্গা, তেঘরিয়া, এয়ারপোর্ট অঞ্চল, রানাঘাট, চাকদহে ব্যাপক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

rain

আর জানা গিয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আবার উত্তরের একাধিক জায়গায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।