যেতে হবে না প্রেক্ষাগৃহে, ঘরে বসেই দেখে নিন নানির ‘দশেরা’! ওটিটিতে মুক্তি পাচ্ছে এই দিনেই

কিছুদিন হল মুক্তি পেয়েছে ‘মাক্ষি’ খ্যাত নানির (Nani) প্রথম প্যান ইন্ডিয়া চলচ্চিত্র ‘দশরা’ (dasara)। মুক্তির ১৮ দিন হয়ে গেলেও, এই চলচ্চিত্র সেভাবে দর্শকমহলে দাগ কাটতে পারেনি। গত ৩০ শে মার্চ রাম নবমীর দিন এই চলচ্চিত্র তেলেগু, তামিল, হিন্দি, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল।

৭৮ কোটি টাকা উপার্জনকারী এই চলচ্চিত্রটি বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির বিষয়ে আলোচনা চলছে। জানা গিয়েছে, আগামী ৩০ শে মে OTT প্ল্যাটফর্ম Netflix-এ স্ট্রিম করা হবে এই চলচ্চিত্র। শ্রীকান্ত উদেলা পরিচালিত এই চলচ্চিত্রটি প্রথমে তেলেগু এবং তামিল ভাষায় OTT তে মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও, এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা হয়নি।

img 20230419 224343

এই চলচ্চিত্রে নানির সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে কীর্তি সুরেশ, দীক্ষিত শেঠি, শাইন টম চাকো, পূর্ণা, ঝাঁসি, সাই কুমার এবং সামুথিরাকানিকে। ৬৫ কোটি টাকা বাজেটের এই চলচ্চিত্রে ইতিমধ্যেই বিশ্বব্যাপী মোট ১১০ কোটি টাকা আয় করেছে। এবার এটি OTT প্ল্যাটফর্মে প্রকাশ করার বিষয়ে জানা যাচ্ছে।

জানিয়ে রাখি, চলচ্চিত্রে দেখানো হয়েছে গোধোয়ারিখানির বীরলাপল্লী গ্রামের বাসিন্দা ধরণী এবং তাঁর বন্ধু সুরি এবং বাকিরা মিলে কয়লা চুরি করত। তাঁদের গ্রামের প্রায় সকলেই মদের নেশায় চূড় হয়ে থাকে। এদিকে আবার ছোটবেলা থেকে ভেনেলার প্রেমে পাগল থাকা ধরণী যখন জানতে পারে, তাঁর বন্ধু সুরী এবং ভেনেলা প্রেম করছে, তখন সে তাঁদের মধ্যে থেকে সরে দাঁড়ায়।

img 20230419 224432

এই অবস্থায় আবার ভেনেলার বাবা মা একজন চোরের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে নারাজ হয়। সেই সময় বন্ধুর কাজের জোগার করে দেওয়ার জন্য সুরীকে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ জিততে সাহায্য করে তাঁকে সিল্ক বারে চাকরি দেয়। কিন্তু এই গল্পেই এন্ট্রি নেয় কিছু গুন্ডা, যারা ভেনেলা এবং সুরীর বিয়ের দিন সেখানে উপস্থিত হয়ে সুরী এবং তাঁদের কয়েকজন বন্ধুকে হত্যা করে। এরপর বদলা নেওয়ার নেশায় মেতে ওঠে ধরণী। যা নিয়েই চলতে থাকে চলচিত্রের গল্প।