বিনা ব্লাউজের শাড়িতে নৌকায় “দোলা রে দোলা” গানে উদ্দাম নাচ যুবতীর! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো
বিনা ব্লাউজের শাড়িতে নৌকায় "দোলা রে দোলা" গানে উদ্দাম নাচ

বর্তমানে ইন্টারনেটে রিলস (Reels Video) বানিয়ে ছাড়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বিনোদনের জন্য অনেকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) রিলিস বানিয়ে পোস্ট করে। তার মধ্যে অনেক ভিডিও দারুণ ভাবে ভাইরালও হয়। নাচ থেকে শুরু করে গান ও মজার ভিডিও প্রায়শই চোখে পড়ে। মানুষ সেগুলি দেখে বেশ মজাও নেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই এক নাচের ভিডিও (Viral Dance Video)পোস্ট হয়েছে। যা বেশ ভাইরাল হচ্ছে। চলুন আজকের প্রতিবেদন থেকে ভিডিওটির বিস্তারিত তথ্য জেনে নিন।
সম্প্রতি সোশাল মিডিয়াতে একটি যুবতীর নাচের ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। যুবতীর এই নাচের ভিডিও দারুণ ভাবে ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়াতে। বর্তমানে গোটা নেটদুনিয়া এই ভিডিওতে মজে রয়েছে। ভিডিটিতে যুবিটিতে খুবই সুন্দর লাগছে। সঙ্গে তাঁর অসাধারণ নাচ আরো মুগ্ধ করেছে নেটিজেনদের। যুবতীর পরনে রয়েছে একটি লাল পেড়ে শাড়ি। বিনা ব্লাউজেই তিনি শাড়ি পড়েছেন।
ওই যুবতীর নাম শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya)। নিজস্ব ইনস্ট্রগ্রাম আইডি থেকে তিনেক ভিডিওটি পোস্ট করেছেন। তিনি মাঝে মধ্যেই এমন নাচের ভিডিও শেয়ার করে থাকেন। সোশাল মিডিয়ায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে এই নাচের ভিডিওটি তাকে আরো জনপ্রিয় ও ভাইরাল করেছে। ভিডিওটি দেখে অনেকে তাঁর প্রসংশা করছেন। দুলতে থাকা নৌকাতে যেভাবে তিনি মনোযোগ সহকারে নৃত্য করলেন, তা দেখে মুগ্ধ সকলে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নদীতে ভাসা নৌকার উপর দাঁড়িয়ে ওই যুবতী নৃত্য করছেন। পরনে রয়েছে লাল পাড় সাদা শাড়ি। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দেবদাস’ (Devdas) ছবির ‘ডোলা রে (Dola Re Dola Re)-র তালে তালে মিলিয়ে তিনি নৃত্য করছেন। নদীর জলে ভাসতে থাকা নৌকাটিও গানের তালে তাল মিলিয়ে দুলছে। তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নৌকাটি খুবই দুলছিল’। তবে যায় হোক নৌকা যতই দুলুক, তিনি নাচ করাতে একটু মনোযোগ সরাননি। যে কারণে অনেকেই ভিডিওটি বেশি বেশি করে পছন্দ করেছেন ও শেয়ার করেছেন।