অভিনব কায়দায় বাইকের ইঞ্জিনে ডানা লাগিয়ে যা করলেন যুবক! ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ভিডিও

Viral Video: বাইকে ইঞ্জিন আর ডানা লাগিয়ে এক অভিনব আবিষ্কার

সোশ্যাল মিডিয়ায় আজকাল এমন কিছু জিনিস ভাইরাল হয়ে যায় যা সাধারণ মানুষকে খুব বিনোদন দিয়ে থাকে। সম্প্রতি এমনি একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। আসলে তার বাইকটিকে (Bike) তিনি এমনভাবে তৈরি করেছেন, যেন এক নতুন সৃষ্টি। তার এই ভিডিওটি এখনো পর্যন্ত ১৫০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। আসুন তাহলে দেখা যাক তার কি এই অভিনব আবিষ্কার।

Engine bike

হ্যাঁ, তার বাইকের হ্যান্ডেলের সামনে একটি ইঞ্জিন (engine) লাগানো আছে, আর সেই ইঞ্জিনের সামনে একটি ডানা লাগানো আছে। ঠিক যেন প্লেন। ভিডিওটি প্রথমে আপনাকে অবাক করবে। ৩:১০ মিনিটের এই ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে একটি লোক ইঞ্জিন বাইকের (engine bike) উপর চেপে থাকবে, তারপর অন্য একটি লোক ঐ ডানা কে ঘুরিয়ে ইঞ্জিন চালানোর চেষ্টা করবে। বেশ কয়েকবার ডানা ঘোরানোর সাথে সাথেই ইঞ্জিন চালু হলে লোকটি বাইক নিয়ে অভিযান শুরু করে দেয়।

ভিডিওটি সুপারকার ব্লন্ডি নামে এক ফেসবুক অ্যাকাউন্টে থেকে ১ অগাস্ট শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা ছিল, এই ইঞ্জিন বাইকের (Engine Bike) কৃতিত্ব একজন অধ্যাপকের। যার নাম পারডার ব্রাসিল। ভিডিওটি যেমন শেয়ার হয়েছে তেমনই পছন্দ করেছে বহু মানুষ। এই আবিষ্কার দেখে ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়াও জানাতে কম করেনি।

Engine bike

হ্যাঁ, ব্যবহারকারীরা তাদের নিজ নিজ প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ বলেছেন ‘এ এক নতুন ইঞ্জিন আবিষ্কারক’। আবার কেউ বলেছেন এ মাটির সাথে লেগে থাকা প্লেন। হ্যাঁ, ভিডিওটি লক্ষ্য করলে আপনিও দেখতে পাবেন, গাড়ির হ্যান্ডেলের ইঞ্জিনের সামনে একটি ডানা লাগানো আছে।

আর ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে ডানা দাঁড়াও উৎপাদিত বাতাস পিছন দিকে বইতে থাকে। ঠিক প্লেন যেমন মাটি ছাড়া সময় ডানা দ্বারা বাতাস প্লাবিত করে। ভিডিও দেখে এতোটুকু পরিষ্কার এই আবিষ্কার গাড়ি দ্বারা যাতায়াতে কোন টেকনিক্যাল প্রবলেম হবে না। বিশ্বাস না হলে আপনারা নিজের চোখে ভিডিওটি দেখে নিন!