দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিজয় দেবেরকোন্ডার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘লাইগার’

তেলেগু সুপারস্টার বিজয়ের প্রথম প্যান ইন্ডিয়া ছবি লাইগার বক্স-অফিসে ব্যার্থ, মাথায় হাত নির্মাতাদের

২৫ শে আগস্ট পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলেগু অ্যাকশন কিলার ‘লাইগার’ (Liger)। বিজয় দেবেরকোন্ডা (Vijay deveraconda) অভিনীত এই ছবিটি প্যান ইন্ডিয়ায় মুক্তি পেয়েছে। বিজয়ের এই ছবি প্যান ইন্ডিয়াতে মুক্তি প্রাপ্ত প্রথম ছবি। এই ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে (Ananya pandey)। এছাড়া অন্যান্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাম্য কৃষ্ণান, রোনিত রায় ও বিশ্ব রেড্ডি। তবে ছবিটি থেকে যে প্রত্যাশা করা হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে।

Liger

ছবিটি মুক্তির প্রায় দুই মাস আগে থেকেই ব্যাপক প্রচার করেছেন নির্মাতারা। ছবিতে একজন তোতলা কিকবক্সারের ভূমিকায় অভিনয় করেছেন বিজয়। এছাড়া রাম্য কৃষ্ণান বিজয়ের মায়ের ভূমিকা অভিনয় করেছেন এবং তার গুরুর ভূমিকায় অভিনয় করেছেন রোনিত রায়। এই ছবিটি থেকে নির্মাতাদের অনেক প্রত্যাশা ছিল।

 

ছবিটি মুক্তির পর বক্স-অফিস থেকে অনেক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। যারা এই ছবিটি দেখেছেন তারা এর কাহিনী, চিত্রনাট্য ও অভিনয় নিয়ে মিশ্র নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এছাড়া ছবিটি দেখার পর অভিনেত্রী অনন্যা পান্ডাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন অনেক দর্শক। বিজয়ের প্রথম মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা কে নিয়ে হতাশা ব্যক্ত করছেন দর্শকরা।

 

আমরা আপনাকে বলি, ছবিটি প্রচারের সময় বিতর্কিত মন্তব্যের কারণে বিজয় অনেক সমালোচনার মুখে পড়েছিল। যখন বয়কটের ট্রেন্ড চলছিল তখন বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে এই ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আসলে বিজয় এক সাক্ষাৎকারে বলেছিলেন, “যাদের পছন্দ হবে তারা এমনিতেই সিনেমা দেখবে, আর যাদের পছন্দ হবে না তারা দেখবে না” এই মন্তব্যের জেরে সিনেমাটিকে নিয়ে কমবেশি বয়কটের ডাকও ছিল।

Liger

এছাড়া সিনেমাটিকে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সমালোচনা হচ্ছেন দর্শকদের কাছে। এর আগে ওটিটি প্লাটফর্মে ছবির তত্ব কেনার জন্য ২০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন নির্মাতাদের। যদিও তখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই বিষয় নিয়ে বিজয় এক টুইট করে বলেছিলেন, এটা খুবই অল্প টাকা আমি পেক্ষাগৃহে আরও বেশি টাকা আয় করে দেখাবো। এখন সোশ্যাল মিডিয়া ট্রোলের শিকার হচ্ছেন এই তেলেগু অভিনেতা।

 

এছাড়া ছবির গল্প ও চিত্রনাট্য নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হয়েছে নির্মাতারা। বেশিরভাগ সমালোচকরাই এই ছবিটির ক্ষেত্রে 5 স্টারের বদলে দেড় বা দুই-স্টার দিচ্ছেন। ভারতে এই ছবিটি তেলেগু ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, মালায়লাম ও কোন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।