হাতে করে কীভাবে খুলে যাচ্ছিল পদ্মা সেতুর নাটবল্টু! ভাইরাল ভিডিও-র সত্যতা জেনে আঁতকে উঠবেন আপনিও

বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina) পদ্মা সেতু (Padma Bridge) উদ্বোধন করলেন। পদ্মা সেতু (Padma Bridge) সৌন্দর্যটা মানুষকে আকর্ষিত করে তুলেছে। সবাই এখানে এসে ভিডিও যেমন বানাচ্ছে, তেমনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করছে। এরকম একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি যুবক নাট বল্টু হাতে নিয়ে দাবি করেছে পদ্মা সেতুর (Padma Bridge) নির্মাণ কাজ ঠিকমতো হয়নি।img 20220629 141346

ভিডিওটি ইতিমধ্যে ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। পরে জানা গিয়েছে যুবকটি নিজেই গাড়ি রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটকের ভিডিও বানিয়েছেন এবং সরকারের প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করার চেষ্টা করেছেন। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

ব্যক্তিটির নাম হল বায়েজিদ তালহা। সে tiktok এ ভিডিও বানিয়ে থাকে। এরকমই টিকটকে ( Tiktok ) একটি ভিডিও বানার জন্য সে পর্দা সেতুর সামনে যায়। সেখানে ঠিক করে টিকটকে ভিডিও বানাবে পদ্মা সেতুর খুঁদ দেখিয়ে। এই পদ্মা সেতুর ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মধ্যবর্তী অংশে গিয়ে সে ভিডিওটি বানান।

বায়েজিদ তালহার ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল, সেতুর নির্মাণকাজ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। তাই গাড়ি থেকে রেঞ্জ খুলে নিয়ে সেতুর রেলিংয়ের নাট বল্টু খুলতে থাকেন। সেই নাট বল্টু খুলে নিয়ে ভিডিওটি বানান। এবং সেই ভিডিওটি ফেসবুকে যথেষ্ট ভাইরাল হয়েছে। তবে তার এরকম কাণ্ডকারখানা জন্য তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে।

img 20220629 141551

গত শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shek Hasina) পদ্মা সেতু উদ্বোধন করার পরেই ওই যুবকটি এরম কাণ্ড ঘটান। রবিবার ভোর থেকে যানবাহন চলাচলের কথা ছিল, সেদিন দুপুরেই সে পদ্মা সেতুর (Padma Bridge) পিলারের নাট খুলে ভিডিও বানিয়েছেন। যদিও এই ঘটনার কয়েক ঘণ্টা পরে ঢাকার শান্তিনগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে পদ্মা সেতুর নাট বল্টু খোলার জন্য একটি মামলা করা হয়েছে।

img 20220629 141406

তাকে সাতদিনের জন্য জেল হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা হয়েছে জানা গিয়েছে, পদ্মা সেতুকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টি করায় উদ্দেশ্য ছিল তার। সিআইডি সাইবার ইন্টেলিজেন্সি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের পুলিশ সুপার রেজাউল মাসুদ (Rejaul Masud) এই বিষয়ে জানিয়েছেন, হাত দিয়ে কখনো নাট বল্টু খোলা অসম্ভব। তবে বায়েজিদ কিভাবে খুলেছে , সেই বিষয়ে সে এখনো মুখ খোলেনি।